সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

ঢাকা মেডিকেলে ৩৫ দিনে করোনা উপসর্গে ৪৫৯ মৃত্যু

মেডিকেল রিপোর্টার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা সন্দেহ ও উপসর্গ নিয়ে গত ৩৫ দিনে মারা গেছেন  ৪৫৯ জন  রোগী।  ছয় জুন পর্যন্ত এদের মধ্যে করোনা পজিটিভ ছিল একশ’ নয় জনের। গত ২ মে থেকে ঢামেক হাসপাতালের বার্ণ ইউনিটে চালু করা হয় করোনা ইউনিট। পরে হাসপাতালের নতুন ভবনে (হাসপাতাল-২) ১৬ মে থেকে বর্ধিত করা হয়।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩৫ দিনে করোনা ইউনিটে করোনা সন্দেহ ও উপসর্গ নিয়ে ৪শ’ ৫৯ রোগী মারা গেছেন। মে মাসেই মারা গেছেন ৩২৩ জন। আর জুন মাসে গত ৬ দিনে ১৩৬ জন। হাসপাতাল টিতে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে কর্মরত পরিসংখ্যান কর্মকর্তা নুরসাফা মোঃ হাসান বলেন, যারা মারা গেছেন, এদের মধ্যে  শুধু যাদের করোনা পজিটিভ রয়েছে, তাদের নাম পরিচয় সংরক্ষণ করি। এবং তা স্বাস্থ্য অধিদফতরে পাঠিয়ে দিয়ে থাকি। তিনি বলেন এ-ই হাসপাতালে করোনা ইউনিট চালু হওয়ার পর থেকে (৬ জুন) সকাল ৮ টা  পর্যন্ত ১শ’ নয় জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব মতে সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে (৬,জুন) এ পর্যন্ত মোট মারা গেছে ৮ শত ৪৬ জন। মোট আক্রান্ত হয়েছে ৬৩ হাজার ২৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩শ পঁচিশ জন।

সর্বশেষ খবর