সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ থেকে করোনার ওষুধ নিল নাইজেরিয়া

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে উৎপাদিত করোনার ওষুধ বেমসিভির (রেমডিসিভির) ও রেমিভির জরুরি পেন পাঠিয়ে সংগ্রহ করলো নাইজেরিয়া। দেশটির একজন গভর্নর করোনা আক্রান্ত হয়ে অসুস্থ হওয়ায় তার চিকিৎসার জন্য সে দেশের সরকারের পক্ষ একটি চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে এ ওষুধ সংগ্রহ করা হয়। গতকাল  পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জিওফ্রে ওনিয়ামা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে গত ৬ জুন গভীর রাতে ফোন করে এ বিমানটি ঢাকায় অবতরণের বিষয়ে অনুমতিসহ এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করেন। নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে রওনা হয়ে পেনটি জেদ্দা হয়ে রবিবার বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে এবং ওষুধ সংগ্রহ করে অল্প সময়ের মধ্যে নাইজেরিয়ার উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে। রেমডিসিভির, রেমিভির, স্বল্প সংখ্যক পিপিই ও অন্যান্য চিকিৎসা সামগ্রী স্যাম্পল হিসেবে এ সময় সংগ্রহ করা হয়।

সর্বশেষ খবর