সোমবার, ৮ জুন, ২০২০ ০০:০০ টা

বন্দী আসামিদের রিমান্ড আবেদন ভার্চুয়াল পদ্ধতিতে

নিজেস্ব প্রতিবেদক

কারাবন্দী আসামিকে রিমান্ড নিতে আবেদন করার দ্বার উন্মুক্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এখন থেকে কারাবন্দি যেকোনো আসামিকে রিমান্ডে নিতে আবেদন জানাতে পারবে মামলা তদন্ত কর্মকর্তা। তবে সেক্ষেত্রে আসামি কারাগারে আছে কিনা তা ভার্চুয়াল পদ্ধতিতে স্বচক্ষে দেখতে হবে সংশ্লিষ্ট বিচারককে। গতকাল এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফৌজদারি কোনো মামলার আসামির রিমান্ড শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলখানায় ভার্চুয়াল কনফারেন্সের লিংক প্রেরণ করে শুনানি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামিকে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে ভার্চুয়াল পদ্ধতিতে স্বচক্ষে দেখে শুনানি করা সম্ভব হলে রিমান্ড শুনানি করা যাবে। করোনাভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে গত ২৫ মার্চ থেকে সারা দেশে আদালত বন্ধ রাখা হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটির সঙ্গে তালমিলিয়ে সারা দেশে আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত চালু করতে রাষ্ট্রপতির নির্দেশনার আলোকে আইন মন্ত্রণালয় গত ৯ মে ভার্চুয়াল উপস্থিতিকে স্বশরীরে উপস্থিতি হিসেবে গণ্য করে আদালতে তথ্য-প্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ, ২০২০ নামে গেজেট প্রকাশ করে। এই অধ্যাদেশের মতাবলে ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে আদালতকে মামলার বিচার, বিচারিক অনুসন্ধান, দরখাস্ত বা আপিল শুনানি, সাক্ষ্যগ্রহণ, যুক্তিতর্ক গ্রহণ, আদেশ বা রায় দেওয়ার মতো দেওয়া হয়। এর পরদিন ১০ মে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টসহ সারা দেশে ভার্চুয়াল আদালত চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ওইদিনই ভার্চুয়াল আদালত পরিচালনার জন্য আপিল বিভাগ, হাই কোর্ট বিভাগ এবং অধস্তন আদালতের জন্য আলাদা আলাদা ‘প্র্যাকটিস নির্দেশনা’ এবং আইনজীবীদের জন্য ‘ভার্চুয়াল কোর্টরুম ম্যানুয়াল’ প্রকাশ করা হয়। এসব নিয়ম মেনেই সারা দেশে আদালত পরিচালিত হচ্ছে। এই সিদ্ধান্তের পর ২৮ মে পর্যন্ত নিম্ন আদালতে শুধুমাত্র জামিন আবেদনের ওপর শুনানি হয়েছে। পরবর্তীতে ৩১ মে থেকে সীমিত আকারে দেওয়ানি ও ফৌজদারি মামলায় শুনানির মতো দিয়ে আদেশ জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপরও কারাবন্দি আসামিকে রিমান্ডে নিতে আবেদন করা যাচ্ছিল না। এ পরিস্থিতিতে রিমান্ড বিষয়ে বিজ্ঞপ্তি জারি করল সুপ্রিম কোর্ট প্রশাসন।

সর্বশেষ খবর