মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

একদিনেই ৪০৬ পুলিশ আক্রান্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

একদিনেই ৪০৬ পুলিশ আক্রান্তের রেকর্ড

করোনাভাইরাসে গতকাল পুলিশ বাহিনীর ৪০৬ জন আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সবমিলিয়ে গতকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৬১২ জনে। এর আগে, গত ৪ জুন একদিনে সর্বোচ্চ ৩২৪ জন পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হন। এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮ জনে। গতকাল সংস্থা দুটির সদর দফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, করোনায় আক্রান্ত বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক হাজার ৮৫০ জন সদস্য আক্রান্ত হয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় গতকাল পর্যন্ত পুলিশের দুই হাজার ৮২৩ জন সদস্য করোনা জয় করেছেন। এ ছাড়া পুলিশের মোট দুই হাজার ৩২ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ছয় হাজার ৪৭৪ জন পুলিশ কর্মকর্তা। চলমান করোনাযুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ১৯ সদস্য মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ১৮ জন পুলিশ কর্মকর্তা বাকি একজন সিভিল কর্মকর্তা যিনি পুলিশে সংযুক্ত ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. রায়হান জানান, ফায়ার সার্ভিসের ১০ কর্মকর্তাসহ মোট ১৩৮ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন কর্মকর্তাসহ ৪৪ জন সুস্থ হয়েছেন। আটজনকে হোম কোয়ারেন্টাইনে আছেন। বাকি ৮৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্তদের মধ্যে ৪৪ জন আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। করোনা আক্রান্তদের সবাই ভালো আছেন। তবে তাদের ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি না হলে বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর