মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা ও তার ভাই অস্ত্র মাদকসহ গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় আওয়ামী লীগ নেতা, তার ভাইসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি চাল, অবৈধ অস্ত্র, দেশি-বিদেশি টাকা, মদ ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে গতকাল দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে গত ১৬ মে দুই দফা হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটায়। এসব ঘটনায় ২০০/২৫০ জনের নামে থানায় একটি মামলা হয়। এরপর তদন্ত এবং ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হয়। সেই মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক গ্রুপের সভাপতি সাজ্জাদ হোসেন বরকত, বরকতের ভাই প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, অনলাইন নিউজ পোর্টাল বার্তা টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি রেজাউল করিম বিপুল, আওয়ামী লীগ নেতা ও পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন, নারী নেত্রী ইয়াসমিন সুলতানা বন্যা, ছাত্রলীগ নেতা এনামুল হক জনি, অমিয় সরকার, জাহিদ খান, নারায়ণ চক্রবর্তীকে আটক করা হয়। গত রবিবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল ও রেজাউল করিম বিপুলের কাছ থেকে ৫টি পিস্তল, ৯১ রাউন্ড গুলি, ২টি শটগান, ১৮০টি কার্তুজ উদ্ধার করা হয়। তাদের হেফাজতে থাকা ৩ হাজার ইউএস ডলার, ২৯ লাখ নগদ টাকা, ৯৮ হাজার ভারতীয় রুপি, ১২০০ বস্তায় ৬০ হাজার কেজি সরকারি ত্রাণের চাল, ৬ বোতল বিদেশি মদ, ৬৫ পিস ইয়াবা, ৫টি পাসপোর্ট উদ্ধার করা হয়।  আটকদের মধ্যে বরকত, রুবেল ও বিপুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। অন্য আসামিদের ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এদিকে সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলসহ ৯ জনের বিচার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে আওয়ামী লীগের একাংশ। ফরিদপুর প্রেস ক্লাবের সামনে গতকাল বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অমিতাভ বোস। পরে মিছিলটি প্রেস ক্লাব থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা রোডস্থ আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। সেখানে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন।

সর্বশেষ খবর