মঙ্গলবার, ৯ জুন, ২০২০ ০০:০০ টা

ক্যাসিনো খালেদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা

নিজস্ব প্রতিবেদক

অবৈধ ক্যাসিনো খেলা পরিচালনার অভিযোগে আটক তৎকালীন যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া প্রকাশ ক্যাসিনো খালেদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সকালে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রাথমিক অনুসন্ধানে খালেদের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অপরাধের প্রমাণ মিলছে। রবিবার মতিঝিল থানায় সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের ব্যাংক হিসাবে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মামলার অপর আসামি আইয়ুব রহমান, আবু ইউনুস ও দীন মজুমদারের সহায়তায় সাড়ে ৮ কোটি টাকা পাচার করেছেন খালেদ। ২০১০ সাল থেকে তিনি এই তিনটি দেশে ৭০ বার ভ্রমণ করেছেন।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ফকিরারপুল ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

সর্বশেষ খবর