শিরোনাম
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

নান্দনিক রূপে পদ্মা সেতুর পাঁচ কিলোমিটার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

নান্দনিক রূপে পদ্মা সেতুর পাঁচ কিলোমিটার

পদ্মা সেতুর পিলার ২৫ এবং ২৬ এর ওপর স্থাপন করা হয়েছে ৩১তম স্প্যানটি। ফলে মূল সেতুর ৪৬৫০ মিটার (৪.৬৫ কি.মি.) প্রায় পৌনে পাঁচ কিলোমিটার দৃশ্যমান হলো। গতকাল বিকাল ৪টায় ওই স্প্যানটি বসানো হয়। মূল সেতুর জাজিরা প্রান্তের শেষ স্প্যান এটি। অর্থাৎ বাকি থাকল আর মাওয়া প্রান্তের ১০টি স্প্যান। স্প্যান ১০টি স্থাপন করা হলে পূর্ণাঙ্গ রূপ নেবে স্বপ্নের পদ্মা সেতু। ৩১তম স্প্যানটি স্থাপন হওয়ার পূর্ব মুহূর্তে ড্রেজিং ও ওয়েল্ডিংসহ বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়। নদীর মূল চ্যানেল ও সেতুর জন্য নির্মিত চ্যানেলের পিলার ১৫-১৬ এর কাছে প্রবল স্রোত ও ডুবোচরে আটকে পড়ে। সেখান থেকে পার হতে স্প্যানবাহী ক্রেনটিকে বেশ বেগ পেতে হয়। পরবর্তীতে ওয়্যার ও এ্যাংকর কেবল স্থাপন করে এটিকে টেনে পিলার ২৫ এবং ২৬ এর কাছে নেওয়া হয়। স্প্যানবাহী ক্রেনটি গতকাল সকাল ৮টা ৩০ মিনিটে মাওয়া থেকে রওনা দিয়ে দুপুর ১২টা ৩০ মিনিটে নির্দিষ্ট ২৫ ও ২৬ নম্বর পিলারের কাছে পৌঁছায়।

সেতু বিভাগের তথ্যকর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ এসব তথ্য দিয়ে আরও জানান, ইতিমধ্যে, মূল সেতুর ২৯১৭টি রোডওয়ে স্ল্যাব এর মধ্যে ৬২৯টি (নয়টি স্প্যান-১৩৫০ মি.) এবং ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ১১০৫টি স্থাপন করা হয়েছে। মাওয়া ও জাজিরা ভায়াডাক্টে ৪৮৪টি সুপার টি-গার্ডারের মধ্যে ১৫০টি স্থাপন করা হয়েছে। ৩১ মে/২০২০ পর্যন্ত মূল সেতুর অগ্রগতি-৮৭.৫০%, নদীশাসন কাজের অগ্রগতি- ৭২.০০% এবং সার্বিক অগ্রগতি-৭৯.৫০%।

সর্বশেষ খবর