বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০ ০০:০০ টা

সরকারি ওষুধ বিক্রির সময় ফার্মাসিস্টসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটে ফার্মাসিস্টসহ দুজন আটক হয়েছেন। গতকাল দুপুরে সরকারি ওষুধ বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। এ সময় জব্দ করা হয়েছে আনুমানিক দেড় লাখ টাকা মূল্যের সরকারি ইনজেকশন। জানা গেছে, দীর্ঘদিন ধরেই অবৈধভাবে সরকারি ওষুধ বিক্রি করে আসছিল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কয়েকজন কর্মচারী। গোপনে হৃদরোগ ইনস্টিটিউটে অবস্থান নেয় এনএসআইয়ের একটি দল। সরকারি দেড় লাখ টাকার ওষুধ বিক্রির সময় হাতেনাতে আটক করা হয় ইনস্টিটিউটের ফার্মাসিস্ট নির্মল সরকারকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সহযোগী হিসেবে উঠে আসে স্টোর ইনচার্জ বশির উদ্দিন আহমেদের নাম। পরে তাকেও আটক করা হয়। এ সময় ২০০ পিস (ক্লাক্সো৬০ ইনজেকশন) ৩০ বক্স (ক্লন্ট ৭৫) ওষুধ তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক দেড় লাখ টাকা। অথচ সেসব ওষুধ বাইরে মাত্র ৫০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছিল। পরে তাদের শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, তাদের টিম হাসপাতালে গেছে। আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। 

 

সর্বশেষ খবর