শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা

আক্রান্ত বেশি ঢাকায় কম বরিশালে

সারা দেশে শনাক্ত ৭৮ হাজার ছাড়াল, মৃত্যু বেড়ে ১০৪৯

বিশেষ প্রতিনিধি

আক্রান্ত বেশি ঢাকায় কম বরিশালে

বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় রেকর্ড ভাঙছে।

আক্রান্তের শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। আর সবচেয়ে কম আক্রান্ত হয়েছে বরিশালে। আইইডিসিআরের ওয়েবসাইটে পাওয়া ১০ জুনের সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা বিভাগে আক্রান্ত ৩১ হাজার ১৪৬ জন (ঢাকা শহরে ২১ হাজার ৭১৭ ও অন্যান্য জেলায় ৯ হাজার ৪২৯ জন)। অন্যদিকে বরিশাল বিভাগে শনাক্ত হয়েছেন ৫৪৩ জন।

দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ছাড়াল ৭৮ হাজার। গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ১৮৭ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর এখন দেশে মোট করোনা রোগীর সংখ্যা ৭৮ হাজার ৫২ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৪৯ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৬ হাজার ৭৪৭ জন। গতকাল করোনাভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করে ৫৫টি ল্যাবে ১৫ হাজার ৭৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৩৪ শতাংশ।

নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের বয়স বিবেচনায় ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চার জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২২ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে একজন রয়েছেন। মারা যাওয়া ৩৭ জনের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী সাতজন। হাসপাতালে মারা গেছেন ২৮ জন, বাড়িতে মারা গেছেন নয়জন।

বিভাগ বিবেচনায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রামে সাতজন, রাজশাহীতে চারজন, সিলেটে তিনজন, বরিশালে দুজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। এদিকে সারা দেশের কোথায় কোথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলেন তার সর্বশেষ খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা : দিনাজপুর : জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬১ জনে। যার মধ্যে পুরুষ ২৫৯, নারী ৮৬ ও শিশু ১৬ জন। বর্তমানে ২০১ জন হোম আইসোলেশনে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ২২ জন, হাসপাতালে ভর্তি ১২ জন এবং মারা গেছেন সাতজন। গত ২৪ ঘণ্টায় আটজনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০৯ জন। এ তথ্য দিয়েছেন জেলার সিভিল সার্জন ডা. মো. আবদুল কুদ্দুছ। কুমিল্লা : জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একদিনে আক্রান্ত হয়েছেন আরও ২৭ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৩০ জন। জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মো. শাহাদাত হোসেন জানান, গতকাল কুমিল্লা নগরীতে সাতজন, চৌদ্দগ্রামে ১৪ জন, আদর্শ সদরে পাঁচজন এবং বুড়িচংয়ে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। কুমিল্লা জেলা সিভিল সার্জন অফিস সূূত্র জানায়, বুধবার পর্যন্ত কুমিল্লা থেকে মোট ১৩ হাজার ৩৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে রিপোর্ট এসেছে ১১ হাজার ২৫৭ জনের। এ দিন আদর্শ সদরে চারজন সুস্থ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২৭৫ জন। জেলায় মোট মারা যান ৪৮ জন। চট্টগ্রাম : চট্টগ্রামে একদিনে নতুন করে আরও ১০৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার চট্টগ্রামের বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৩৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। বিআইটিআইডি ল্যাবে নমুনা পরীক্ষা হয় ১৪৩টি। এতে করোনাভাইরাস পজিটিভ মিলেছে ১৫ জনের এবং এরা সবাই মহানগরীর বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল ল্যাবে এ দিন ৭২টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৩৮ জনের। সিভাসু ল্যাবে বুধবার পরীক্ষা করা হয় দেড়শ নমুনা। সেখানে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে ৫৫ জনের মধ্যে। সবমিলিয়ে বুধবার পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল চার হাজার ৩৯১ জনে। ফেনী : ফেনীতে করোনাভাইরাসে পাঁচ পুলিশ সদস্যসহ নতুন করে আরও ২৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৭২ জনে দাঁড়াল। জেলায় এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন নয়জন, সুস্থ হয়েছেন ৮০ জন। জেলা সিভিল সার্জন ডা. মো. সাজ্জাদ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো রিপোর্টে শনাক্ত ২৫ জনের মধ্যে সোনাগাজী মডেল থানার পাঁচ পুলিশ সদস্য রয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় আটজন, সোনাগাজীতে নয়জন, ছাগলনাইয়ায় চারজন ও দাগনভূইয়ার চারজন রয়েছে। যশোর : যশোর সদর হাসপাতাল তত্ত্বাবধায়কের পরিবারসহ এ জেলায় আরও ১০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে বুধবার ৯২টি নমুনা পরীক্ষা করলে এই ১০ জনের রিপোর্টে পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে যশোর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, তার স্ত্রী, মেয়ে ও গাড়িচালক রয়েছেন। তবে তার স্ত্রীর শনাক্ত হয়েছেন একদিন আগে। তিনি যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক এবং ক্যান্সারে আক্রান্ত। সিরাজগঞ্জের একটি ক্যান্সার হাসপাতালে থেরাপি দিয়ে রবিবার তিনি যশোর ফেরেন। এই নিয়ে জেলায় মোট ১৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হলো। ফরিদপুর : জেলায় আরও ৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা শনাক্ত হন। তাদের বাড়ি সদর উপজেলা, বোয়ালমারী উপজেলা, সালথা ও চরভদ্রাসন উপজেলায়। এ নিয়ে ফরিদপুরে এখন পর্যন্ত মোট ৬৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গাজীপুর : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আক্রান্তদের একজন গাজীপুরের শ্রীপুর এবং অপরজন টঙ্গীর আরিচপুরের বাসিন্দা। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আরিচপুরের করোনাভাইরাসে আক্রান্ত ওই ব্যক্তি হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। পরে বুধবার বেলা ১টার দিকে তিনি মারা যান। অপরদিকে বুধবার রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রীপুরের সাবেক এক ব্যাংক কর্মকর্তা মারা যান। নড়াইল : জেলায় একদিনে নতুন করে দুই পুলিশসহ আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৪ জন হাইওয়ে পুলিশ সদস্য ও আটজন চিকিৎসকসহ মোট ৫০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে তুলারামপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের দুই এসআই ও  কালিয়া উপজেলার এক ব্যক্তি রয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত আট চিকিৎসকসহ ১৮ জন সুস্থ হয়েছেন এবং দুজন মারা গেছেন। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে এক থানার দুই কর্মকর্তাসহ সাত পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১৬ জনে।

সর্বশেষ খবর