শুক্রবার, ১২ জুন, ২০২০ ০০:০০ টা
ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন

ইউনাইটেড হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুন

নিজস্ব প্রতিবেদক

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানিয়েছেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকে আগুন লেগেছিল। গতকাল তিনি সাংবাদিকদের আরও বলেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়ার দরকার ছিল।

এর আগে বুধবার রাতে তদন্ত কমিটির প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ডিজি। ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ইউনাইটেড হাসপাতাল তাড়াহুড়ো করে কাজটি করেছে। এটি যেহেতু স্পর্শকাতর জায়গা, তারা জিনিসটি নিয়ে আরও সতর্ক হতে পারত। সেখানে প্যাসিভ মেজারমেন্ট ছিল। অ্যাকটিভ মেজারমেন্ট নিলেই হয়তো ঘটনাটি ঘটতো না। ওখানে ভিতরে যারা কাজ করেছেন, তারা যদি একটু সতর্ক হতেন, তাহলে এ দুর্ঘটনাই হয়তো ঘটতো না। আসলে ইউনাইটেড হাসপাতাল যেহেতু এটা টেম্পোরারি করেছে, এ কারণে তারা শুধু টেম্পোরারি ফায়ার সিস্টেমের ব্যবস্থাই করেছে। সেনসিটিভ একটা জিনিস। তারা আরও সময় নিয়ে ভালো করে করতে পারত। তিনি বলেন, আগুনের সূত্রপাত পরিষ্কার। ওখানে যে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ছিল, সেখানে শর্টসার্কিট থেকে প্রথমে ধোঁয়া বের হয়েছে। তারপর অগ্নিস্ফুলিঙ্গ নিচে বিছানায় পড়ে আগুন লেগেছে। তারপর পুরো ছড়িয়ে গেছে।

সর্বশেষ খবর