শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারকে গতিশীল করবে

---- রকিবুর রহমান

শেয়ারবাজারকে গতিশীল করবে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. রকিবুর রহমান বলেছেন, বিনা প্রশ্নে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ শেয়ারবাজারকে গতিশীল করবে। শিল্প খাতের উন্নয়নে শেয়ারবাজারে বিকল্প নেই। আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবনায় শেয়ারবাজার উন্নয়ন ও গতিশীল করতে সরকারের পরিকল্পনা সব বিনিয়োগকারীদের জন্য সুখবর। বাংলাদেশ প্রতিদিনকে রকিবুর রহমান বলেন, ২০২০-২১ অর্থ বছরের যে বাজেট দিয়েছেন তাকে আমি সাধুবাদ এবং অভিনন্দন জানাই। কিন্তু ঘোষণা এক জিনিস আর বাস্তবায়ন আরেক জিনিস। আমি বলতে চাই, গত জানুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী তিনটি ধাপে তাৎক্ষণিক, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি ভিত্তিতে যে ছয়টি অর্জনের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিলেন, তার একটিও বাস্তবায়ন হয়নি। গত বছর সংসদে প্রধানমন্ত্রী লিস্টেড কোম্পানিগুলোর ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে যে আইন পাস করে দিয়েছিলেন। এবার একটা উল্লেখযোগ্য প্রতিফলন আমরা এই অর্থবছরে বিভিন্ন কোম্পানির লভ্যাংশ ঘোষণায় দেখতে পাচ্ছি। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বন্ড মার্কেটের ওপর গুরুত্ব দিয়েছেন। আমরা আশা করেছিলাম লিস্টেড কোম্পানির করপোরেট ট্যাক্স কমানো এবং ৫০ হাজার টাকা ক্যাশ ডিভিডেন্ড পর্যন্ত ট্যাক্স মওকুফ। করপোরেট ট্যাক্স কমালে কোম্পানিগুলোর স্ট্রেংথ বৃদ্ধি পেত। তিনি আরও বলেন, বাজেটে ১০ শতাংশ জরিমানার ওপর ভিত্তি করে পুঁজিবাজারসহ অন্যান্য ক্ষেত্রে অপ্রদর্শিত টাকা মেইনস্ট্রিমে নিয়ে আসার সুযোগ দিয়েছেন এতে করে পুঁজিবাজারসহ অন্যান্য বিনিয়োগযোগ্য ক্ষেত্রগুলোও লাভবান হবে। দেশের অর্থনীতিও লাভবান হবে। বাজেটের শেয়ারবাজার বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক বন্ড মার্কেট সহজ করার ঘোষণা। শুধু ইকুইটি মার্কেট দিয়ে শেয়ারবাজার চলে না। শক্তিশালী বন্ড মার্কেট প্রয়োজন। বন্ড মার্কেট লেনদেন সহজ হলে শিল্প খাত উন্নয়ন হবে। আমাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। ব্যাংক নির্ভরশীলতা কমবে। সঞ্চয়পত্র থেকে পুঁজিবাজারকে বেশি গুরুত্ব দিয়েছেন। সর্বশেষে আমাদের দাবি লিস্টেড কোম্পানির বাই ব্যাক আইন পরবর্তী সংসদে পাসের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাগুলোকে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে অনুরোধ করেছেন। ফলে পুঁজিবাজারও লাভবান হবে দেশের অর্থনীতিও লাভবান হবে এই দুর্যোগকালে।

সর্বশেষ খবর