শনিবার, ১৩ জুন, ২০২০ ০০:০০ টা
ঢাকা

তিন হাসপাতাল ঘুরেও বিনা চিকিৎসায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের মহামারীর মধ্যে চিকিৎসার সংকট দিন দিন তীব্র হচ্ছে। গতকালও তিন হাসপাতাল ঘুরেও করোনাভাইরাসের উপসর্গ থাকায় চিকিৎসা না পেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। দুই দিন ধরে ঘুরে কোথাও চিকিৎসা না পেয়ে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গানগর ইউনিয়নের বজ্রাপুর গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। জানা যায়, একটি বেসরকারি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে গাজীপুরের কাপাসিয়ায় কর্মরত ছিলেন শুকুর আলী। তার ভাই শাহাদত আলী বলেন, দুদিন আগে গাজীপুর থেকে বাড়ি ফেরার পর তার তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ভেন্টিলেশন নেই বলে তাকে সদর উপজেলার বাগবাটি করোনা হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেওয়া হয়। সেখানে গেলেও ভর্তি না করে করোনা পরীক্ষার সনদ চাওয়া হয়। এরপর আমরা সরাসরি শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে যাই। সেখানে গিয়েও করোনা পরীক্ষা করাতে পারিনি। বিনা চিকিৎসায় আমার ভাই মারা গেল। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন বলেন, ওই যুবক সকালে হাসপাতালে এলেও করোনাভাইরাসের উপসর্গের কথা প্রকাশ করেননি। মৃতের শরীর থেকে নমুনা নেওয়া হয়নি। পরিবারের সদস্যদের নমুনা নেওয়ার চেষ্টা চলছে। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, মারা যাওয়ার পর জানা গেছে, তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, আপাতত তার বাড়িটি লকডাউন করা হয়েছে। সারা দিন তিনি যেসব জায়গায় ঘুরেছেন সেসব জায়গা ও ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর