রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

এই অর্থে স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে না

---- ডা. রশিদ ই মাহবুব

এই অর্থে স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে না

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. রশিদ ই মাহবুব বলেছেন, নতুন অর্থবছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে বলা হচ্ছে। কিন্তু সেখানে সেবাখাতে আগের বছরের তুলনায় বরাদ্দ তেমন বাড়েনি। করোনা সেবায় যে বরাদ্দ দেওয়া হয়েছে তা স্বাস্থ্যসেবার কাজে লাগবে না। এই বাজেটে স্বাস্থ্যসেবার উন্নয়ন হবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, ২০২০-২১ অর্থবছরে স্বাস্থ্যসেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য মোট ২৯ হাজার ২৪৭ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরে এ বরাদ্দ ছিল ২৫ হাজার ৭৩২ কোটি টাকা। করোনা সংক্রমণ মোকাবিলায় বরাদ্দ দিয়ে স্বাস্থ্য খাতে মোট বাজেট প্রস্তাব করা হয়েছে ৪১ হাজার ২৭ কোটি টাকা। কভিড-১৯ মোকাবিলায় যে বরাদ্দ করোনা-সংশ্লিষ্ট সব খাতেই যাবে, তা দিয়ে স্বাস্থ্যসেবার কোনো উন্নয়ন হবে না। হাসপাতালে সেবা আগে যেমন ছিল তেমনই মিলবে। স্বাস্থ্যসেবার উন্নয়নে নজর না দিলে জনভোগান্তি কমবে না।

সর্বশেষ খবর