রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

সংক্রমণ নির্মূলে কাজে লাগাতে হবে

---- ডা. নজরুল ইসলাম

সংক্রমণ নির্মূলে কাজে লাগাতে হবে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ভাইরাস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেছেন, করোনাভাইরাস আক্রমণে স্বাস্থ্য খাত বিপর্যস্ত। প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগী। বাজেটে করোনা সংক্রমণ নির্মূলে বরাদ্দকে কাজে লাগাতে হবে। হাসপাতালে শয্যা, আইসিইউ, ভেন্টিলেশন, ল্যাব, অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। এই অর্থ খরচে সঠিক     পরিকল্পনা থাকতে হবে। কিন্তু স্বাস্থ্যসেবায় বরাদ্দ সেই আগের মতোই আছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, করোনা প্রতিরোধে এই বরাদ্দ থেকে বিভাগ, জেলাওয়ারি ল্যাব করার পরিকল্পনা করতে হবে। নমুনা সংগ্রহে টেকনিশিয়ান নিয়োগ দিতে হবে। প্রয়োজনীয় চিকিৎসক, এনেসথিসিয়োলজিস্ট নিয়াগ দিতে হবে। হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থায় জোর দিতে হবে। এই সময় রোগী বাঁচাতে জরুরি ভিত্তিতে ভেন্টিলেশন, আইসিইউ, উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করতে হবে। কিন্তু স্বাস্থ্যসেবায় বরাদ্দ বাড়েনি। অন্যান্য বছর যে রকম বরাদ্দ থাকে এ বছরও তা-ই। স্বাস্থ্যসেবার উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই।

সর্বশেষ খবর