রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

বাস্তবায়নে স্বচ্ছতা আনতে হবে

---- ডা. মো. হানিফ

বাস্তবায়নে স্বচ্ছতা আনতে হবে

ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক শিশুরোগ বিশেষজ্ঞ ডা. হানিফ বলেছেন, স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এই বরাদ্দ বাস্তবায়নে দুর্নীতি হলে স্বাস্থ্যসেবার ভঙ্গুর দশা আরও প্রকট হবে। বাজেট বরাদ্দ বাস্তবায়নে স্বচ্ছতা আনতে হবে।

গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই সময়ে করোনা আক্রান্ত বাড়ায় হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। প্রয়োজনীয় সরঞ্জামের চাহিদা বেড়েছে, দামও বেড়েছে। এই বিষয়গুলো সমন্বয় করতে হবে। হাসপাতালে প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করে যন্ত্র দিতে হবে। অনেক হাসপাতালে যন্ত্র পড়ে থেকে নষ্ট হয়। গত বছর স্বাস্থ্য খাতে কেনাকাটায় দুর্নীতির অভিযোগ ছিল। এ বছর সেসব বিষয়ে নজর দিতে হবে। করোনা রোগীদের জন্য হাসপাতালগুলোতে উচ্চমাত্রার অক্সিজেন সরবরাহ, সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ খবর