রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

সেই নৌকার হাট এখন

পিরোজপুর প্রতিনিধি

সেই নৌকার হাট এখন

থমকে আছে পিরোজপুরের আটঘর নৌকার হাট। নৌকা আছে কিন্তু ক্রেতা নেই। বিক্রেতারা পড়েছেন কঠিন রকম জীবন-জীবিকার সংকটে। প্রতিবছরই পুঁজি খাটিয়ে তারা শত শত নৌকা তৈরি করেন। তারপর এই মৌসুমের চারমাস ধরে করেন বেচা কেনা। কিন্তু এবার মৌসুম শুরু হলেও করোনা মহামারীর কারণে গোটা হাট ক্রেতাশূন্য হয়ে পড়েছে। আর তাতে মাথায় হাত উঠেছে বিক্রেতাদের। 

ঝালকাঠি-পিরোজপুর ছাড়াও বরিশাল ও মাদারীপুর-ফরিদপুরের লোকজন এ হাটে এসে নৌকা কিনে নিয়ে যায়।

সরেজমিনে হাটে গিয়ে দেখা গেছে, নৌকার ক্রেতা না থাকায় বসে আছেন বিক্রেতারা। এ অবস্থায় তারা জীবন-জীবিকার অনিশ্চয়তায় পড়েছেন। এক আড়তদার বলেন, প্রতিবছর পুঁজি খাটিয়ে মৌসুমজুড়ে পাঁচ শতাধিক নৌকা তৈরি করেন।  চার মাসে এই হাটে লাখ খানেক নৌকা বেচাকেনা হয়। কিন্তু  মহামারীতে এ বছর নৌকার মৌসুম শুরু হলেও হাট প্রায় ক্রেতাশূন্য। প্রতিটি নৌকা আড়াই থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি করেন জানিয়ে ওই আড়তদার আরও বলেন, এক দেড় বছর টেকসই থাকে এসব নৌকা। মাছ ধরা, মাছের ঘেরের কাজসহ বিল অঞ্চলে ভাসমান হাট-বাজারে বেচাকেনা, যাতায়াত ইত্যাদি সব কাজে নৌকাই একমাত্র ভরসা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর