রবিবার, ১৪ জুন, ২০২০ ০০:০০ টা

মৃত্যুর মিছিলে চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুর মিছিলে চিকিৎসকরা

করোনাভাইরাসে প্রতিদিনেই বাড়ছে মৃত্যুর মিছিল। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ডাক্তার, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল চট্টগ্রামে একজন চিকিৎসক ও ঢাকায় একজন রাজস্ব কর্মকর্তার মৃত্যু হয়েছে। গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৬ জন ডাক্তার, ২৪ জন পুলিশ, সাতজন সাংবাদিক ও দুজন আনসার সদস্য।

চট্টগ্রামে ডাক্তারের মৃত্যু : করোনা উপসর্গ নিয়ে শুক্রবার রাতে চট্টগ্রামে ডা. আরিফ হাসানের মৃত্যু হয়েছে। রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটি-এফডিএসআর এই চিকিৎসকের মৃত্যুর তথ্য জানিয়েছে। এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার বলেন, ডা. আরিফ ছয় দিনের জ্বর নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কভিড ওয়ার্ডে ভর্তি ছিলেন। শুক্রবার সকালে তাকে চট্টগ্রামের ট্রিটমেন্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তিনি মারা যান। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র আরিফ হাসান ‘প্রাইভেট প্র্যাকটিশনার’ ছিলেন বলে জানান ডা. রাহাত আনোয়ার।

করোনাভাইরাসে রাজস্ব কর্মকর্তার মৃত্যু: কভিড-১৯ আক্রান্ত হয়ে আরেক রাজস্ব কর্মকর্তার মৃত্যু হয়েছে। খোরশেদ আলম নামে ওই কর্মকর্তার বয়স ৫৭ বছর। গতকাল ভোর ৫টার দিকে তিনি ঢাকার তুরাগের জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শুক্রবার দিবাগত রাত দেড়টায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলে জানিয়েছেন হাসপাতালের কাস্টমার কেয়ার প্রতিনিধি সানিয়া। তিনি বলেন, খোরশেদ আলম কভিড-১৯ পজিটিভ ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানিয়েছেন, খোরশেদ আলম ঢাকা কাস্টমস হাউসের রপ্তানি পরীক্ষা ইউনিটে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় তিনি কভিড-১৯ আক্রান্ত হন। এর আগে ৮ জুন কভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যান উপ-কর কমিশনার সুধাংশু সাহা। ৩ জুন চট্টগ্রাম কাস্টমস হাউসে সুপারিনটেনডেন্ট মুহাম্মদ জসিম উদ্দিন মারা যান। প্রাণ গেল ৩৬ চিকিৎসকের : স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল পর্যন্ত ৩৬ জন ডাক্তারের মৃত্যু তথ্য জানিয়েছে। স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান এবং মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এক বিবৃতিতে এ তথ্য জানান। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। স্বাচিপ জানিয়েছে এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন, ডা. মঈন উদ্দিন, কর্নেল (অব.) মনিরুজ্জামান, ডা. আনিসুর রহমান, ডা. আবদুল মোকারিম, ডা. আজিজুর রহমান রাজু, ডা. সারোয়ার ইবনে আবদুল আজিজ, ডা. এম এ মতিন, ডা. জাফর রুমি, ডা. কাজী দিলরুবা খানম, ডা. আমিনা খান, ডা. আবদুর রহমান, ডা. মোশাররফ হোসেন, ডা. তাজউদ্দীন, ডা. সাইদুল ইসলাম, ডা. ওয়াহিদুজ্জামান আকন্দ, ডা. মঞ্জুর রশিদ চৌধুরী, ডা. এহসানুল করিম, ডা. কে এম ওয়াহিদুল হক খান, ডা. মাহবুবুর রহমান খান, ডা. মহিউদ্দিন, ডা. মো. হাবিবুর রহমান, ডা. এন আই খান, ডা. এহসানুল কবির চৌধুরী, ডা. মহিদুল হাসান, ডা. এস এ এম গোলাম কিবরিয়া, ডা. মির্জা নাজিম উদ্দিন, ডা. আবুল কাশেম খান, ডা. রাজিয়া সুলতানা, ডা. সাখাওয়াত, ডা. মো. আনোয়ার হোসেন, ডা. জলিলুর রহমান খান, ডা. তানজিলা রহমান, ডা. গাজী জহির রায়হান, ডা. মাহমুদ মনোয়ার, ডা. এ কে এম ফজলুল হক ও ডা. আরিফ হাসান। পুলিশে ২৪ জনের মৃত্যু : করোনায় আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৪ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ৭৩১৪ জন। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আক্রান্ত হয়েছেন ১৯৩৪ জন সদস্য। এ ছাড়া মোট সুস্থ হয়েছেন ৩৭৬৬ জন। গতকাল পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। আনসারে দুজনের মৃত্যু : করোনায় আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুজন সদস্য প্রাণ হারিয়েছেন। এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩২৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত ১১১ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন ২৮১ জন। সুস্থতার হার ৬৪ শতাংশের চেয়ে বেশি। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর