সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় মৃত্যু আরও তিন চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক

করোনায় আক্রান্ত হয়ে আরও তিন চিকিৎসক মারা গেছেন। তারা হলেন, বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (ডেন্টাল) ডা. নজরুল ইসলাম এবং চট্টগ্রাম জেনিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের আলট্রাসনোজিস্ট ডা. সাদেকুর রহমান।

জানা যায়, শনিবার রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটির মুখপাত্র রাহাত আনোয়ার গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। করোনা আক্রান্ত হওয়ার শুরুতে ডা. মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় গত ২৯ মে বিআরবি হাসপাতালে যান তিনি। ওই দিনই  সেখান  থেকে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ২৯ মে রাতে ডা. সাজ্জাদ  হোসেনকে ভেন্টিলেশনে  নেওয়া হয়। সেখানে ১৫ দিন চিকিৎসাধীন  থেকে মারা যান ডা. সাজ্জাদ  হোসেনে। তার স্ত্রী করোনা আক্রান্ত হয়ে একই মেডিকেলের সংশ্লিষ্ট ইউনিটে ভর্তি আছেন। ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ২০তম ব্যাচের শিক্ষার্থী। এ দিকে গতকাল বিকালে বিশিষ্ট ডেন্টাল সার্জন, ঢাকা  ডেন্টাল কলেজ এর ১২তম ব্যাচের ছাত্র এবং স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক (ডেন্টাল) ডা. নজরুল ইসলাম ইন্তেকাল করেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল বিকালে আইসিডিডিআরবিতে মারা যান। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। ডা. নজরুলের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ব্যাচমেট ডা. ইকবাল শহীদ। গতকাল রাতে তিনি জানান, তার সঙ্গে দীর্ঘ ৪৫ বছরের সম্পর্ক ছিল। অত্যন্ত অমায়িক ও ভালো মানুষ ছিলেন ডা. নজরুল। এ দিকে আজ সকাল ৬টার দিকে চট্টগ্রাম মা ও শিশু বিভাগ হাসপাতালের নিবিড় চিকিৎসা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. সাদেকুর রহমান (৬৫)। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডা. সাদেকুর রহমান করোনায় আক্রান্ত ছিলেন। তার চিকিৎসক ছেলেও করোনায় আক্রান্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর