সোমবার, ১৫ জুন, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের স্টেট সিনেটর হলেন শেখ রহমান

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের স্টেট সিনেটর হলেন শেখ রহমান

জর্জিয়া স্টেট সিনেটর হিসেবে পুনর্নির্বাচনে বাংলাদেশি আমেরিকান শেখ রহমান চন্দন ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ৯ জুন দলীয় প্রার্থী বাছাইয়ের এ নির্বাচনে সিনেট ডিস্ট্রিক্ট-৫ এ তার বিরুদ্ধে কেউ মাঠে নামেননি। এমনকি রিপাবলিকান পার্টি থেকেও কেউ প্রার্থী হননি। এর ফলে ৩ নভেম্বরের মূল নির্বাচনে তাকে ভোট প্রার্থনার প্রয়োজন হবে না। শুধু ঐদিনটি অতিবাহিত হলেই দ্বিতীয় টার্মের সিনেটর হিসেবে শপথ নেবেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুরের শরারচর গ্রামের সন্তান শেখ রহমান চন্দন (৬০)। ২০১৮ সালের নির্বাচনে শেখ রহমান চন্দন স্টেট সিনেটর হন। উল্লেখ্য, তার সিনেট ডিস্ট্রিক্টে লোক সংখ্যা প্রায় দু’লাখ। এর মধ্যে ৩৭% হিসপ্যানিক, ৩৩% কৃষ্ণাঙ্গ, ২২% শ্বেতাঙ্গ, ১২% হলেন এশিয়ান। এই এশিয়ানের মধ্যে দেড় হাজার হলেন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলমান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসনে পুনরায় বিজয়ী হবার কারণ জানতে চাইলে ১৩ জুন রাতে সিনেটর শেখ রহমান চন্দন বলেন, ৩৪ বছরেরও অধিক সময় আটলান্টা সিটির গুনেট কাউন্টিতে বাস করছি। সব সময়ই মানুষের পাশে দাঁড়িয়েছি। কমিউনিটিভিত্তিক সমস্যা নিয়ে আন্দোলন করেছি। তারই সুফল পাচ্ছি নির্বাচনে। জর্জিয়া স্টেট ডেমক্র্যাটিক পার্টির নির্বাচিত কর্মকর্তা হিসেবে দু’বছর যাবত ডিএনসি (ডেমক্র্যাটিক পার্টি ন্যাশনাল কমিটি) তে কাজ করছেন। সেই কমিটির পুনর্নির্বাচনে আবার লড়ছেন শেখ রহমান চন্দন। এটি অনুষ্ঠিত হবে ২৭ জুন। তার বাবা নজিবুর রহমান মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় তাকে পাক হানাদাররা ধরে নিয়েছিল। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তাকে নির্যাতন সইতে হয়েছে। বাংলাদেশে তার ছোটভাই শেখ মুজিবুর রহমান ইকবাল একাদশ জাতীয় সংসদের সদস্য হয়েছেন কিশোরগঞ্জ থেকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর