মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

ইয়াবার বদলে চাল দেওয়ায় বন্ধুকে খুন

নিজস্ব প্রতিবেদক

ইয়াবার বদলে চাল দেওয়ায় বন্ধুকে খুন

প্যাকেটে ইয়াবা না দিয়ে চাল ভরে দেওয়ায় সুমনকে খুন করেছে তারই দুই বন্ধু শাহীন ও আসলাম। হাঁসের মাংস খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে সুমনকে গত ১১ মে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, তারা ঘটনার নেপথ্য খুঁজতে গিয়ে এ তথ্য পেয়েছে। তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, নারায়ণগঞ্জ কারাগারে সুমন ও শাহীন শেখের পরিচয় থেকে বন্ধুত্ব হয়েছিল। মুক্তির পর শুরু হয়েছিল তাদের ইয়াবার ব্যবসা। সেই ইয়াবা বিক্রি নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই কামাল হোসেন জানান, সুমন ইয়াবা দেবে বলে শাহীনের কাছ থেকে ১৪ হাজার টাকা নেয়। কিন্তু ইয়াবার বদলে প্যাকেটে চাল ভরে দেয় সুমন। এতে ক্ষুব্ধ হয়ে শাহীন তার বন্ধুকে হত্যার পরিকল্পনা করে। এরপর গত ১১ মে সুমন রাজধানীর পল্টনের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। এ ঘটনায় ২৩ মে পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার ভাই রিপন। জিডির সূত্র ধরে অনুসন্ধানে নামে পুলিশ। গত ১০ জুন ডেমরা জুরাইন কবরস্থান থেকে শাহীন ও আসলামকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই সোনারগাঁয়ের নওগাঁ গ্রামের একটি ডোবায় কচুরিপানার নিচ থেকে সুমনের লাশ উদ্ধার করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম সোহাগ জানান, ওই দুজন সুমনকে হাঁসের মাংস খাওয়ানোর কথা বলে সোনারগাঁ নিয়ে যায়। সেখানে তারা তিনজনে মাংস খাওয়ার আয়োজনও করে। এরপর সিগারেট খেয়ে আড্ডা দেয়। এক পযায়ে সুমনের মাথায় হাতুরি দিয়ে আঘাত করে তাকে হত্যা করে শাহীন ও আসলাম। তারা দুজনই গত ১১ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সর্বশেষ খবর