মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

মেগা প্রকল্প বাস্তবায়ন কীভাবে

সরকার ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে। এই বাজেটে অন্য উন্নয়ন প্রকল্পগুলোর মতো চলমান মেগা প্রকল্পগুলোর জন্যও পৃথকভাবে বরাদ্দ রাখা হয়েছে। অথচ এসব মেগা প্রকল্পের কাজ এখন বন্ধ রয়েছে। করোনা সংকট না কাটা পর্যন্ত হয়তো এসব প্রকল্পের কাজ পুনরায় শুরুও করা যাবে না। ফলে মেগা প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ আদৌ খরচ যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। বর্তমানে কভিড-১৯ সংকটের কারণে একমাত্র পদ্মা সেতু ছাড়া সব মেগা প্রকল্পের কাজই বন্ধ রয়েছে। এই অচলাবস্থার মধ্যেই কীভাবে এসব প্রকল্পের কাজ এগিয়ে নিতে পারে সরকার। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক মানিক মুনতাসির

সর্বশেষ খবর