মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

দিনাজপুরে লিচুর বাজার জমজমাট

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

দিনাজপুরে লিচুর বাজার জমজমাট

দিনাজপুরে অনন্য স্বাদের দেশের সেরা টসটসে লিচুর বাজার এখন জমজমাট। করোনাভাইরাস পরিস্থিতির কারণে পরিবহন সংকট ও পাইকারি ব্যবসায়ীরা না আসায় এবং ঝড়-বৃষ্টির কারণে লিচু বাগানিরা প্রথমদিকে লোকসানের মধ্যে পড়লেও এখন ভালো দাম পাচ্ছেন।

সবার মন জয় করা দিনাজপুরী লিচুতে এবার প্রায় ৫৫০ কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছে কৃষি বিভাগ। জানা গেছে, দিনাজপুরের জেলা প্রশাসন শহরের কালিতলা থেকে ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে লিচুর বড় বাজার বসিয়েছে। এই বাজারে বাইরের ব্যবসায়ীসহ লিচু বাগানিদের বিক্রি করার সব সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। এখন বাজারটি জমে উঠেছে। প্রথমদিকে মাদ্রাজি লিচু উঠলেও এখন বাজারে কাঁঠালি, হাঁড়িয়া, বেদনা, বোম্বে, চায়না-থ্রিসহ সব জাতের লিচুর বিক্রি জমে উঠেছে। তবে এর মধ্যে চায়না-থ্রির দাম সবচেয়ে বেশি। বাগান মালিক, কৃষক, ব্যবসায়ীরা বলছেন, তারা সবাই ভালো দাম পেয়ে খুশি। প্রতিদিন এই বাজার থেকে লিচু চলে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তৌহিদুল ইকবাল বলেন, করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে লিচুর ভালো দাম পেতে সব রকম মনিটরিং করা হচ্ছে। এখানে বাইরে থেকে আগত ব্যবসায়ীদের নিরাপদে থাকতে ও তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ব্যবসার ক্ষেত্রে এবার সবাই লাভবান হচ্ছেন।

সর্বশেষ খবর