মঙ্গলবার, ১৬ জুন, ২০২০ ০০:০০ টা

বেতন কমাতে চান ব্যাংক মালিকরা ক্ষুব্ধ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতির কারণে ব্যাংক মালিকরা কর্মীদের বেতন কমাতে চায়। বেতন কমানোর সুপারিশ করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে বেসরকারি ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠানো চিঠিতে ব্যাংক কর্মীদেও বেতন-ভাতা ১৫ শতাংশ কমানোর আবেদন ছাড়াও খরচ কমাতে ১৩ দফা সুপারিশ করেছে। এমন চিঠির খবরে ব্যাংকারদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এ বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এমন পরিস্থিতিতে বেতন-ভাতা কমানোর সুপারিশ থেকে সরে এসেছে বিএবি। একাধিক ব্যাংক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, করোনার মহামারীতে এমনিতেই আতঙ্কের মধ্যে রয়েছেন। যেকোনো সময় করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন। এখন যদি ব্যাংক বেতন-ভাতা কমায় তাহলে তাদের ওপর এটি বাড়তি মানসিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।  বিএবির সুপারিশে আরও রয়েছে নতুন শাখা, এজেন্ট ব্যাংকিং শাখা এবং সাব ব্রাঞ্চ খোলা বন্ধ রাখা, সম্পদ (ফিক্সড) ক্রয় বন্ধ রাখা, স্থানীয় ও বিদেশে ট্রেনিং বন্ধ রাখা, সব বিদেশ ট্যুর বন্ধ রাখা, সিএসআর, ডোনেশন ও চ্যারিটি বন্ধ রাখা, পত্রিকা ও টেলিভিশনে বিজ্ঞাপন বন্ধ রাখা, সব কাস্টমার গেট-টুগেদার বন্ধ রাখা, কর্মকর্তাদেও গেট টুগেদার বা ম্যানেজারদের কনফারেন্স বন্ধ করা। আইটি সংশ্লিষ্ট সফটওয়্যার ও হার্ডওয়্যার ক্রয় সীমিত রাখা।

সর্বশেষ খবর