বুধবার, ১৭ জুন, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ থেকে চালু আন্তর্জাতিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ২৭৪ জন যাত্রী নিয়ে দোহার উদ্দেশে ঢাকা ত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে চালু হলো আন্তর্জাতিক ফ্লাইট। প্রায় তিন মাস বিরতির পর গতকাল সকালে কিউআর-৬৩৯ নম্বর ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এর আগে সোমবার মধ্য রাতে একই ফ্লাইট ৩৩ জন ট্রানজিট যাত্রী নিয়ে ঢাকায় আসে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। সকালে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এর আগে এই ফ্লাইটটি সোমবার রাতে যাত্রী নিয়ে ঢাকায় আসে। আর ফ্লাইট ছাড়ার আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করেছে বেবিচকের স্বাস্থ্য কর্মকর্তারা। তিনি বলেন, আমরা যাত্রীদের নিরাপত্তায় কোনো ঘাটতি রাখছি না। সব কিছু মেনেই আমরা ফ্লাইট পরিচালনা করছি। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে আমরা কাতারের বিমানবন্দরটি ব্যবহার করছি। এ ছাড়া চীন-যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো ছাড়া মধ্যপ্রাচ্যের সব দেশ বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। তাই সেসব দেশে আমরা ফ্লাইট চালু করতে পারছি না। তবে কাতার এয়ারওয়েজকে যাত্রী বহনের অনুমতি দেওয়া হয়েছে। তারা ইউরোপসহ যেসব গন্তব্যে বাংলাদেশিদের প্রবেশে বাধা নেই, সেসব দেশে তাদের নিয়ে যাবে। আমরা সপ্তাহে যুক্তরাজ্যে একটি ফ্লাইট এবং ঢাকা-দোহা-ঢাকা রুটে তিনটি ফ্লাইট পরিচালিত হবে। তবে কাতার এয়ারওয়েজের ট্রানজিট যাত্রীরা কেবল চলাচল করতে পারবেন। তিনি বলেন, আগামী ২১ জুন থেকে যুক্তরাজ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু হবে। যুক্তরাজ্যে বিমান লন্ডন ম্যানচেস্টার রুটে সপ্তাহের সাত দিনই ফ্লাইট পরিচালনা করত। আপাতত ম্যানচেস্টারে যাবে না বিমান। লন্ডনে প্রতি সপ্তাহে ঢাকা থেকে একটি করে ফ্লাইট যাবে। বেবিচকের অনুমতি পাওয়ার পর ২১ জুন থেকে লন্ডন রুটে বিমানের ফ্লাইট চলবে। ২১ মার্চ চীন ও যুক্তরাজ্য ছাড়া সব আন্তর্জাতিক আকাশপথে যাত্রীবাহী ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেয় বেবিচক। এরপর যুক্তরাজ্যও এই নিষেধাজ্ঞার আওতায় এলে চীনে ফ্লাইট চালু রাখা হয়। পরবর্তী সময়ে কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার নির্দেশ দেয় বেবিচক। বেবিচকের পক্ষ থেকে জানানো হয়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক আকাশপথের ফ্লাইটগুলো চলাচল করবে। প্রতিটি ফ্লাইটে মোট আসন সংখ্যার ৭৫ শতাংশের বেশি যাত্রী নেওয়া যাবে না। সব যাত্রীর কভিড-১৯ নেগেটিভসহ স্বাস্থ্য পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে।

সর্বশেষ খবর