বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার উন্নতি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আবারও উন্নতির দিকে। গত মঙ্গলবার তাঁর ফুসফুসে নিউমোনিয়ার অবনতি হয়েছিল।

গতকাল তার আবারও উন্নতি হয়। তিনি এখন কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন। তবে তার গলার ব্যথা ও কিছুটা কাশি রয়েছে। তাই চিরকুট দিয়ে তথ্য আদান-প্রদান করেন। তার নিয়মিত কিডনি ডায়ালাইসিস ও থেরাপি চলছে। জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গতকাল বিকালে ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গলা ব্যথার জন্য তার কথা বলতে কষ্ট হচ্ছে। তবে একটু একটু কথা বলছেন এবং ইশারায় আর লিখে তিনি কথার উত্তর দেন। চিকিৎসকগণ তাঁকে কথা বলতে নিষেধ করেছেন। তাঁর শরীরে করোনাভাইরাস ইনফেকশন নেই। অন্য ব্যাকটেরিয়া ইনফেকশনও কমছে। তাঁকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব) মামুন  মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন ডা. জাফরুল্লাহ।

সর্বশেষ খবর