বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০ ০০:০০ টা

জটিলতায় বিলম্ব লকডাউন ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাজধানী ঢাকার কোন কোন এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করা হবে তা এখন পর্যন্ত (গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত) চূড়ান্ত হয়নি। দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, কোন কোন এলাকা রেড জোন ঘোষণা করা হবে তা নিয়ে কাজ চলছে, আশা করি (বুধবার) রাতের মধ্যেই এটি চূড়ান্ত হয়ে যাবে। এই অবস্থায় রেড জোন ও লকডাউন ঘোষণায় সময় যত যাচ্ছে পরিস্থিতি ততই জটিল আকার ধারণ করছে। বাড়ছে সংক্রমণ, বাড়ছে রোগী। অন্যদিকে ঢাকা মহানগরীতে রেড জোন ঘোষণায় বিলম্ব হলেও দেশের অনেক জেলা, উপজেলা, সিটি করপোরেশন এবং পৌরসভার যেসব এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি সেসব এলাকায় রেড জোন ঘোষণা করে লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব এবং করোনা সংক্রান্ত মিডিয়া উইংয়ের প্রধান মো. হাবিবুর রহমান গত রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এখন পর্যন্ত ঢাকায় রেড জোন চূড়ান্ত হয়নি। রাজধানীকে নিয়েই জটিলতাটা একটু বেশি। কারণ রেড জোন ঘোষণা করতে গিয়ে কোন পাড়া, কোন মহল্লা বা কোন গলিকে রেড জোন করা হবে সেটাই চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, স্বাস্থ্য অধিদফতর ইতিমধ্যে রাজধানী বাদে দেশের জেলা ও বিভাগীয় শহরগুলোর ক্ষেত্রে রেড জোন ঘোষণার একটা ডেফিনেশন দিয়েছে। সেই অনুযায়ী দেশের বিভিন্ন এলাকায় সিভিল সার্জনরা রেড জোন চিহ্নিত করে স্থানীয় প্রশাসনের সাহায্যে লকডাউন করছে। এদিকে গত কয়েকদিন ধরে রাজধানীকে রেড জোন ঘোষণা এবং লকডাউন নিয়ে চলমান অনিশ্চয়তার অবসান না হওয়ায় মানুষের মধ্যে এখনো আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজমান। দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস মঙ্গলবার বলেছেন, রেড জোন ঘোষণার বিষয়টি সরকারিভাবে জানানোর পর তারা লকডাউন কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বারবার বলে আসছেন, রেড জোন ঘোষণার পর কমপক্ষে ৭২ ঘণ্টা সময় দিতে হবে লকডাউন কার্যকরের ক্ষেত্রে। কারণ লকডাউন কার্যকরের ক্ষেত্রে অনেকগুলো বিষয় জড়িত। সংশ্লিষ্টরা বলছেন, রেড জোন ঘোষণা করা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগী রাজধানী ঢাকার প্রায় সব এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথাও একটু কম, কোথাও একটু বেশি। যার ফলে কোন এলাকা রেখে কোন এলাকাকে বা কোন পাড়া-মহল্লাকে লকডাউন করা হবে তা নিয়েই সিজির বৈঠক চলছে। এই সমস্যার কারণেই রেড জোট ঘোষণা করায় বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, এখন রাজধানীর দুই সিটি করপোরেশনের যে অবস্থা তাতে এলাকাভেদে রেড জোন ঘোষণা করে লকডাউন করে খুব ফলপ্রসূ কিছু হবে না। দরকার পুরো ঢাকাকে লকডাউন করা। তাহলে ফলাফল পাওয়া যাবে। এদিকে রেড জোন ঘোষণা এবং লকডাউনে যত বিলম্ব হচ্ছে ততই শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। সংক্রমণও বাড়ছে।

সর্বশেষ খবর