শিরোনাম
শুক্রবার, ১৯ জুন, ২০২০ ০০:০০ টা
এগিয়ে এলো না কেউ

সংজ্ঞাহীন যুবককে হাসপাতালে নিল পুলিশ

মেহেরপুর প্রতিনিধি

অচেতন যুবককে মেহেরপুরের পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ওষুধ কিনে দিল। সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের চাঁদপুর শিশিরপাড়ায় অচেতন অবস্থায় কবির (২৬) নামের ওই যুবক পড়ে ছিলেন। গতকাল বেলা ১২টার দিকে তাকে বলিয়ারপুর পুলিশ ক্যাম্পের এসআই উত্তম চক্রবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। এসআই উত্তম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান- করোনা আক্রান্ত বলে কেউ ওই যুবকের কাছে আসেননি। সাধারণ মানুষের সহযোগিতা চেয়েও ব্যর্থ হন। একপর্যায়ে ক্যাম্পে খবর পাঠিয়ে সহকর্মীদের সাহায্য নিয়ে দুপুরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের সাধারণ ওয়ার্ডে ১২ নম্বর বেডে ওই যুবক চিকিৎসাধীন। কর্মরত চিকিৎসক তার চিকিৎসার ব্যবস্থাপত্রে বাইরে থেকে ওষুধ আনতে বলেন। যুবকের স্বজন না থাকায় তার জন্য ওষুধও কিনে দিয়েছি। বিকালে জ্ঞান ফিরে আসলে তিনি তার বাড়ির মোবাইল নম্বর বলতে পারেন। সেই মোবাইলে যোগাযোগ করলে ছুটে আসে তার স্বজনরা।  তারা জানান, চুয়াডাঙ্গা জেলা শহরের মহিলা কলেজ পাড়ায় তাদের বাড়ি। কবির পেশায় ইজিবাইকচালক। কবিরের বাবার নাম শহিদুল ইসলাম। সকাল ৯টার দিকে  প্রতিদিনের মতো কবির ইজিবাইক নিয়ে বেরিয়ে আসেন। বেলা ১০টার পর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। বলিয়ারপুর ক্যাম্পের এসআই উত্তম চক্রবর্তী ধারণা করে বলেছেন, যুবকটি ছিনতাইকারীদের কবলে পড়ে থাকতে পারেন। কারণ তার মোবাইল ফোন ও ইজিবাইকের কোনো হদিস মেলেনি। তিনি সুস্থ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর