শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়া থেকে চিকিৎসাসামগ্রী নিয়ে ফিরল বিমান বাহিনীর বিমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে দক্ষিণ কোরিয়ার কিছু বেসরকারি প্রতিষ্ঠানের দেওয়া বিভিন্ন চিকিৎসাসহায়ক সামগ্রী বৃহস্পতিবার রাতে দেশে আনা হয়েছে। আইএসপিআর জানায়, স্বাস্থ্যসেবা সামগ্রী আনতে গত বুধবার বিমানবাহিনীর ১৫ জন এয়ার ক্রু একটি সি-১৩০জে পরিবহন বিমান নিয়ে দক্ষিণ কোরিয়া যান। বিমান বাহিনী করোনা আক্রান্তদের শনাক্তকরণের প্রয়োজনীয় কিট, মাস্ক, নেগেটিভ প্রেশার মেশিন, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীসহ (পিপিই) অন্যান্য চিকিৎসাসহায়ক সামগ্রী দক্ষিণ কোরিয়া থেকে নিয়ে আসে। করোনাভাইরাস মোকাবিলায় দক্ষিণ কোরিয়া সরকারের এ উদ্যোগ ও বৈশ্বিক প্রাদুর্ভাব রোধে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অকৃত্রিম সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া সরকার বন্ধুত্বের এক অপূর্ব নিদর্শন স্থাপন করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর