শিরোনাম
শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় পুলিশের আরও ২২৪ জন আক্রান্ত

কারাগারের ৫০ জন

নিজস্ব প্রতিবেদক

পুলিশের আরও ২২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশ পুলিশের মোট ৮ হাজার ৫২০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২ হাজার ৩০ জন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য। গতকাল পুলিশ সদর দফতর সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে আক্রান্তদের মধ্য থেকে স্স্থু হয়ে কাজে ফিরেছেন ৪ হাজার ৮৯৩ জন। মারা গেছেন ২৯ জন পুলিশ সদস্য। এদিকে কারাগারের মোট ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের প্রত্যেককে আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা করেছে কারা সদর দফতর। এ ছাড়া কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৪২ জনকে। কারা সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন মেডিকেল অফিসার রয়েছেন। নারায়ণগঞ্জের ৩ কারারক্ষী, নরসিংদীর ১ কারারক্ষী, গাজীপুরের ১ কারারক্ষী, চট্টগ্রামের ৫ কারারক্ষী, খাগড়াছড়ির ১ কারারক্ষী, ব্রাহ্মণবাড়িয়ার ১ কারারক্ষী, চাঁদপুরের ১ কারারক্ষী, কুমিল্লার ১ কারারক্ষী, বগুড়ার ১৫ জন কারারক্ষী, পাবনার ৪ কারারক্ষী, রংপুরের ২ কারারক্ষী, খুলনার ১১ কারারক্ষী, যশোরের ১ কারারক্ষী, নেত্রকোনা কারাগারের একজন ডিপ্লোমা নার্স এবং ভোলার ১ কারারক্ষী করোনায় আক্রান্ত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর