শিরোনাম
শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ধাক্কা খেলেন ট্রাম্প

প্রতিদিন ডেস্ক

ধাক্কা খেলেন ট্রাম্প

মার্কিন সুপ্রিম কোর্টের এক রায়ে বড় রকমের ধাক্কা খেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত বৈধ কাগজপত্রহীন তরুণ অভিবাসীদের ফেরত পাঠানোর লক্ষ্যে ট্রাম্পের গ্রহণ করা ডিএসিএ পরিকল্পনা বেআইনি ঘোষণা করে দিয়েছে। সূত্র : রয়টার্স। ‘ডিফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ বা ডিএসিএ নামের এ বিধানটি বাতিলের জন্য ট্রাম্প উদ্যোগ নিয়েছিলেন। বৃহস্পতিবার ঘোষিত এ রুলের ফলে তা ভেস্তে গেছে। এর ফলে অন্তত সাড়ে ছয় লাখ তরুণ অভিবাসী বা ড্রিমার, যারা শিশু বয়সে বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন- তাদের দেশটিতে বসবাস ও কাজ করার অনুমতি বহাল থাকল। প্রসঙ্গত, ২০১২ সালে ওবামা প্রশাসন তরুণ অভিবাসীদের জন্য এ সুবিধা চালু করেছিল। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই ডিএসিএ বাতিলের জন্য উঠে পড়ে লাগেন। পরে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। ট্রাম্প প্রশাসন কেন ডিএসিএ বাতিল করতে চায়- সে বিষয়ে উপযুক্ত ব্যাখ্যা না থাকার কারণে সে সময় এ বিষয়ে রুল জানি করেছিল নিম্ন আদালত। গত বৃহস্পতিবার নিম্ন আদালতের সিদ্ধান্তেই অটল থাকার ঘোষণা দিয়েছে মার্কিন সুপ্রিম  কোর্ট। পর্যবেক্ষরা বলছেন, এই রায়ের ফলে পুনর্নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে বড় রকমের ধাক্কা খেতে হলো। কারণ ডিএসিএ বাতিলের ইস্যুটি তার নির্বাচনী প্রচারণার অন্যতম হাতিয়ার ছিল। এদিকে বাধা পেয়ে সুপ্রিম কোর্টের ওপর দারুণ চটেছেন ট্রাম্প। একাধিক টুইটে আদালতের সিদ্ধান্তকে তিনি রক্ষণশীলদের মুখে ‘শটগান বিস্ফোরণ’ বলে মন্তব্য করেছেন। আরও রক্ষণশীল বিচারপতি নিয়োগের জন্য তাকে  ভোট দেওয়ারও আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর