শনিবার, ২০ জুন, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে বিক্রয়কর্মীর যোগসাজশেই ছিনতাই

৩২ লাখ টাকা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীতে দিনদুপুরে একটি মোবাইল কোম্পানির ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার বালিয়া পশ্চিমপাড়ার সেনপুকুর এলাকার একটি বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মেহেদী, তাইজুল ও জাফর। তারা সবাই ওই মোবাইল কোম্পানির কর্মচারী। তবে এ ঘটনার মূল পরিকল্পনাকারী আরিফুল ইসলাম ডলার এখনো পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে। প্রায় দেড় মাস আগে তারা ছিনতাইয়ের পরিকল্পনা করে বলে জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, ঘটনার পর থেকে খোয়া যাওয়া টাকা উদ্ধারে অভিযানে নামে পুলিশ। রাত সাড়ে ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ৩২ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়। বাকি এক লাখ টাকা উদ্ধারে তৎপর চলাচ্ছে পুলিশ। শুক্রবার সংবাদ সম্মেলনে নগর পুলিশের পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার সাজিদ হোসেন জানান, ‘হ্যালো রাজশাহী-২’ নামে প্রতিষ্ঠানটির আওতায় বেশ কয়েকটি মোবাইল ফোন ও ইলেকট্রনিক কোম্পানির শো-রুম আছে। এর মধ্যে ভিভোর দুজন বিক্রয়কর্মী বৃহস্পতিবার দুপুরে দুটি ব্যাগে ৩৭ লাখ ৩৭ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। পথে তাদের কাছ থেকে ৩৩ লাখ টাকা থাকা ব্যাগটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়। ছিনতাইয়ের ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন ও ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দেখে ধারণা করা হচ্ছিল এটা বিক্রয়কর্মীদেরই সাজানো ঘটনা। সেই সন্দেহ থেকে যাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া হয়, ভিভোর সেই দুজন বিক্রয়কর্মীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ‘হ্যালো রাজশাহী-২’ এর অন্য কোম্পানির শো-রুমের একজন বিক্রয়কর্মী জাফরকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে কাশিয়াডাঙ্গা থানাধীন বালিয়া পশ্চিমপাড়ার সেনপুকুর এলাকায় তার বন্ধুর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। তবে পুলিশ অভিযানে যাওয়ার আগেই বাড়ি থেকে পালিয়ে যান জাফরের বন্ধু। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ওই বিক্রয়কর্মীরা মাঝে মধ্যেই ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন। প্রায় দেড় মাস আগে তারা বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের পরিকল্পনা করে। তারই অংশ হিসেবে পলাতক আরিফুল ইসলাম ডলারের সঙ্গে পরিকল্পনা করে। এরপর বৃহস্পতিবার ছিনতাইয়ের নাটকটি করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর