রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

মার্জিন ঋণের সুদ মওকুফ করা উচিত

---- আবু আহমেদ

মার্জিন ঋণের সুদ মওকুফ করা উচিত

শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেছেন, করোনাকালীন পরিস্থিতিতে শেয়ার বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই আশা করেছিল বাজেটে সরকার কিছু পদক্ষেপ নেবে। কিন্তু করেছে উল্টো পদক্ষেপ। লিস্টেড কোম্পানির কর না কমিয়ে আনলিস্টেড কোম্পানির কর কমানো হয়েছে। এতে বাজার আরও ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ বিনিয়োগকারীরা যে ক্ষতির শিকার হয়েছে তাদের জন্য কিছু করা হয়নি। বাংলাদেশ প্রতিদিনকে আবু আহমেদ বলেন, বর্তমান সংকটে সরকার সব ধরনের ঋণে সুদ মওকুফ করেছে। শেয়ারবাজারে যারা মার্জিন ঋণ নিয়েছে তারা কী দোষ করল। তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ঋণে অন্তত ছয়মাস সুদ মওকুফ করা উচিত। তিনি বলেন, অর্থমন্ত্রী বলেছেন শেয়ারবাজার উন্নয়নে অনেক কিছু করেছি। আমি তার কাছে জানতে চাইব  নির্দিষ্ট করে একটা বলুন আপনি কোনটা করেছেন। বরং বাজারে যেসব সুবিধা অতীতে ছিল সেগুলো তুলে দেওয়া হয়েছে। এক লাখ টাকায় আয়কর মুক্ত ছিল সেটা ৫০ হাজার টাকা। আমরা দাবি করেছিলাম লিস্টেড কোম্পানির কর্পোরেট কর ২০ শতাংশ করা। তা না করে আনলিস্টেড কোম্পানির কর এবার আড়াই শতাংশ কমানো হয়েছে। এতে বাজারে ভালো কোম্পানি আসতে চাইবে না। যা এখন বাজারের জন্য খুবই জরুরি। এ ছাড়া এর মধ্যে বহুজাতিক কোম্পানি নেসলে, ইউনিলিভার, মেটলাইভ, ইনসেপটা, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড রয়েছে। এদের কর কমানো হবে কোন যুক্তিতে। তাতে সরকারের আয় কমে যাবে। সরকারের উচিত কর কমানো তবে শেয়ারবাজারে আসতে বাধ্য থাকতে হবে। বড় কোম্পানি এখন বাজারে আনতেই হবে।  নইলে কোনোভাবে এই বাজারের উন্নতি হবে না।

সর্বশেষ খবর