রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

অদূর ভবিষ্যতে কোনো আশা নেই

---- মির্জ্জা আজিজুল ইসলাম

অদূর ভবিষ্যতে কোনো আশা নেই

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মির্জ্জা এ বি আজিজুল ইসলাম বলেছেন, এ মুহূর্তে আমাদের অর্থনীতির সব খাতেই পরিস্থিতি নড়বড়ে। রপ্তানি খাতে ভয়াবহ নিম্নমুখী পরিস্থিতির কারণে উৎপাদন খাত এখন প্রায় বন্ধ। ফলে কোন কোম্পানি ভালো মুনাফা করতে পারবে এমন আশা করা যায় না। ব্যাংকিং খাতের পরিস্থিতিও এখন খুবই খারাপ। সার্বিক অর্থনীতির প্রভাব শেয়ারবাজারেও পড়বে। তাই বলা যায়, অদূর ভবিষ্যতে শেয়ারবাজারে কোনো আশা জাগতে পারে এমন কিছু দেখা যায় না। বাংলাদেশ প্রতিদিনকে মির্জ্জা আজিজ বলেন, শেয়ারবাজারে প্রণোদনামূলক সরকার কোনো পদক্ষেপ নেয়নি। বাজারে দীর্ঘদিন ধরে বড় মূলধনী কোম্পানি লিস্টেড করা যায়নি। বড় কোম্পানি লিস্টেড করতে হলে কর সুবিধা থাকতে হবে। কিন্তু এ বছরের বাজেটে তা করা হয়নি। বর্তমান যে আস্থার সংকট তা কাটিয়ে উঠতে হলে লিস্টেড কোম্পানির সুবিধা দিতে হবে। কিন্তু বাজেট আনলিস্টেড কোম্পানির কর সুবিধা দিয়েছে। এতে শেয়ারবাজারে আরও নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, সাধারণ বিনিয়োগকারীদের জন্য সরকার কোনো পদক্ষেপ রাখেনি। বাজার শক্তিশালী হতে পারে এমন কোনো পদক্ষেপ না থাকলে কারও আস্থা আসবে না। এ বছর সরকার ব্যাংক থেকে প্রচুর ঋণ নেবে। শেয়ারবাজারে তাহলে টাকা আসব কোথা থেকে। করোনাকালীন এই সংকট না যাওয়া পর্যন্ত শেয়ারবাজার পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই কম। তিনি আরও বলেন, বাজারে টাকা সরবরাহ ঠিক রাখতে হলে সরকারের ব্যাংক নির্ভরশীলতা কমাতে হবে। নতুন বড় কোম্পানি বাজারে নিয়ে আসতে হবে। সাধারণ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য কিছু প্রণোদনা দিতে হবে।

সর্বশেষ খবর