রবিবার, ২১ জুন, ২০২০ ০০:০০ টা

কালো টাকা আনতে হলে আলাদা সুবিধা দিতে হবে

---- শাকিল রিজভী

কালো টাকা আনতে হলে আলাদা সুবিধা দিতে হবে

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বলেছেন, অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে আনতে হলে আলাদা সুবিধা দিতে হবে। অতীতে এমন সুযোগ রাখলেও অপ্রদর্শিত অর্থবাজারে আসেনি। তিন বছর লকইন করে কেউ বিনিয়োগ করতে চাইবে না। বাংলাদেশ প্রতিদিনকে শাকিল রিজভী বলেন, শেয়ারবাজার এখন খুব কঠিন সময় পার করছে। আমরা অতীতেও অনেক সংকট পার করেছি। তবে এবার সেটা আরও বেশি হয়ে এসেছে। এমনকি কবে এই সংকট কাটবে আমরা এখনো জানি না। তাই আমরা এবারের বাজেটে আশা করেছিলাম বিশেষ কিছু রাখা হবে। সেটা হয়নি। তিনি বলেন, অপ্রদর্শিত অর্থ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে। তিন বছর লকইন শর্তে শেয়ারবাজারে বিনিয়োগ করা যাবে। ১০ ভাগ কর দিয়ে এই খাতে লকইন করে কেউ বিনিয়োগ করবে না। তাই আমরা দাবি জানাই পাঁচ শতাংশ কর দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ রাখা হোক। শাকিল রিজভী বলেন, ইক্যুইটি লেনদেনের কর কমানো উচিত। লেনদেন বাড়ানো এখন খুব জরুরি। তাই এক লাখে ১০০ টাকা কর আমরা ১৫ টাকা করার দাবি করি। যেটা ভারতে আছে ১৩ টাকা। তিনি বলেন, বাজেটের একটি ভালো দিক বন্ডের লেনদেনে কর কমানো। এটা শেয়ারবাজারে গতি আনবে।

সর্বশেষ খবর