মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

পরিস্থিতি স্বাভাবিক হলে ছুটি কমাতে হবে

--- সিরাজুল ইসলাম চৌধুরী

পরিস্থিতি স্বাভাবিক হলে ছুটি কমাতে হবে

ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ছুটি কমিয়ে আনতে হবে। নির্ধারিত বিভিন্ন ছুটি কমিয়ে আনা ছাড়াও যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন রয়েছে সেগুলো কমিয়ে এক দিন করা যেতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ শিক্ষাবিদ আরও বলেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় ছাত্র-ছাত্রীরা এখন বাসা-বাড়িতে অবস্থান করছেন। এ মুহূর্তে অভিভাবকদের বড় দায়িত্ব রয়েছে। সন্তানদের পড়ালেখার মধ্যে রাখা ছাড়াও  গঠনমূলক কাজে ব্যস্ত লাগাতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন এ সময়ে বিপথগামীতার দিকে পা না বাড়ায়। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটিতে থাকায় স্তব্ধ, নিশ্চল জলাশয়ের মতো যেন ছাত্র-ছাত্রীদের জীবন না হয়। তাদের হতে হবে প্রবহমান। বুদ্ধিভিত্তিক নানা চর্চার মধ্যে রাখতে হবে শিক্ষার্থীদের।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উপায় নেই। তাই বাড়িতেই পড়ালেখাটা চালিয়ে যেতে হবে। করোনার এ সময়ের ক্ষতিটুকু পরে বাড়তি ক্লাস নিয়ে কাটিয়ে উঠতে হবে। তিনি বলেন, এজন্য শিক্ষকদের ইনসেনটিভ দিয়ে এ উদ্যোগ ফলপ্রসূ করতে হবে।  

সর্বশেষ খবর