মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

সারা দেশে যত রেড জোন

১৫ জেলার বিভিন্ন স্থানে ৮ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে যত রেড জোন

পূর্ব রাজাবাজারে লকডাউন চলছে। আটকেপড়া বাসিন্দাদের চাহিদা অনুযায়ী স্বেচ্ছাসেবীরা একজনকে তার ব্যায়ামের সামগ্রী পৌঁছে দিচ্ছেন -জয়ীতা রায়

চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বগুড়া, কুমিল্লা, নরসিংদী, কুষ্টিয়া, মৌলভীবাজারসহ দেশের ১৫ জেলায় যেসব এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে সেসব এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছুটি ২১ জুন থেকে এলাকাভেদে ৭ ও ৮ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। গতকাল ও রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া পৃথক দুটি প্রজ্ঞাপনে ছুটির এ কথা জানানো হয়। সাধারণ ছুটি চলাকালে সাপ্তাহিক ছুটিও এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো একটি প্রজ্ঞাপনে জানানো হয়, সরকার সংক্রামক রোগ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেশের কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। এর পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় রেড জোনভুক্ত এলাকাগুলোয় সাধারণ ছুটি ঘোষণা করছে।

এ আদেশে বলা হয়েছে- রেড জোন এলাকায় বসবাসরত সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ সাধারণ ছুটি প্রযোজ্য হবে। রেড জোনভুক্ত এলাকায় বসবাসকারী এবং ওই এলাকায় কর্মরত অন্য এলাকা থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা এ ছুটির আওতাভুক্ত থাকবেন। তবে জরুরি পরিষেবা এ ছুটির আওতামুক্ত থাকবে। অবশ্য গত ১৪ জুন মন্ত্রিপরিষদ বিভাগের এক আদেশে জানানো হয়েছিল, দেশের যেসব এলাকায় রেড জোন ঘোষণা করা হবে সেসব এলাকায় সাধারণ ছুটি কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের গতকালের আদেশে জানানো হয়, ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সব ওয়ার্ড এলাকা। মানিকগঞ্জের মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেগুতা, গঙ্গাধর পট্টি ও পশ্চিম দাশপাড়া এলাকা; সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও ধানকোড়া ইউনিয়ন, সিংগাইর উপজেলার সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন।

ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া ও কালাইশ্রীপাড়া, ৫ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকা এবং নবীনগর উপজেলার নবীনগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়া ও পশ্চিমপাড়া, ৩ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটিপাড়া, ৪ নম্বর ওয়ার্ডের হাসপাতালপাড়া ও কলেজপাড়া এবং ৮ নম্বর ওয়ার্ডের ভোলাচং দাসপাড়া এলাকা; কসবা উপজেলার কসবা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আড়াইবড়ি, ৫ নম্বর ওয়ার্ডের শীতলপাড়া ও ৭ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া এলাকা। নরসিংদীর মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড (উত্তর বিরামপুর ও দক্ষিণ বিরামপুর) এলাকা। কুষ্টিয়ার কুষ্টিয়া পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৫, ১৮ ও ২০ নম্বর ওয়ার্ড এলাকা, ভেড়ামারা উপজেলার বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন, ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকা। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের রবিবার রাতে দেওয়া অন্য আদেশ অনুযায়ী যেসব এলাকায় সাধারণ ছুটি কার্যকর থাকবে সেগুলো হলো- চট্টগ্রাম সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের উত্তর কাট্টলি এলাকা (বিসিক শিল্পনগরী ছাড়া)। বগুড়া পৌরসভার চেলোপাড়া, নাটাইপাড়া, নারুলী, জলেশ্বরীতলা, সূত্রাপুর, মালতিনগর, ঠনঠনিয়া, হাঁড়িপাড়া ও কলোনি এলাকা। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পরাণপুর গ্রামের রিফিউজি কলোনি ও ৭ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকা। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শ্রীমঙ্গল ইউনিয়নের ক্যাথলিক মিশন রোড, রুপশপুর, সবুজবাগ, মুসলিমবাগ, লালবাগ, বিরামইপুর এবং শ্রীমঙ্গল পৌরসভার কালীঘাট রোড ও শ্যামলী এলাকা। কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর, কাদিপুর ইউনিয়নের মনসুর এবং কুলাউড়া পৌরসভার মাগুরা রোড ও মনসুর এলাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের উত্তরে বালু ব্রিজ, দক্ষিণে কায়েতপাড়া, পূর্বে কায়েতপাড়া এবং পশ্চিমে কাঞ্চন পৌরসভা। হবিগঞ্জের হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ড, চুনারুঘাট উপজেলার ৩ নম্বর দেওরগাছ ইউনিয়ন, ৭ নম্বর উবাহাটা ইউনিয়ন, ৯ নম্বর রানীগাঁও ইউনিয়ন এবং চুনারুঘাট পৌরসভা। আজমিরীগঞ্জ উপজেলার ১ নম্বর আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন এবং হবিগঞ্জের মাধবপুর পৌরসভা এলাকা। মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অধীন মাঠপাড়া এলাকা। কুমিল্লার কুমিল্লা সিটি করপোরেশনের অর্ন্তগত ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি, রেসকোর্স শাসনগাছা, ১০ নম্বর ওয়ার্ডের ঝাউতলা, কান্দিপাড়া, পুলিশ লাইনস, বাদুড়তলা, ১২ নম্বর ওয়ার্ডের নানওয়ার দিঘির পাড়, নবাববাড়ী চৌমুহনী, দিগাম্বরীতলা এবং ১৩ নম্বর ওয়ার্ডের টমটম ব্রিজ, থিরাপুকুরপাড় ও দক্ষিণ চর্থা এলাকা। যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া, শ্রীধরপুর, পিয়ারা ও বঘুটিয়া ইউনিয়ন এবং অভয়নগর পৌরসভার ২, ৪, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকা, চৌগাছা উপজেলার চৌগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকা, ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকা, কেশবপুর উপজেলার কেশবপুর পৌরসভার ১ ও ৩ নম্বর ওয়ার্ড এলাকা, যশোর পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ড এলাকা এবং সদর উপজেলার আরবপুর ও উপশহর ইউনিয়ন, শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ড ও শার্শা ইউনিয়ন এবং ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়ন। মাদারীপুরের মাদারীপুর পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড এলাকা, সদর উপজেলার বাহাদুরপুর, দুধখালী, ঝাউদি, মস্তফাপুর, রাস্তি ও কেন্দুয়া ইউনিয়ন, শিবচর উপজেলার শিবচর পৌরসভার ১, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এলাকা এবং শিবচর, দ্বিতীয় খ-, বহেরতলা দক্ষিণ, বাঁশকান্দি, ভদ্রাসন, কাদিরপুর, মাদবরের চর ও পাঁচ্চর ইউনিয়ন। কালকিনি উপজেলার কালকিনি পৌরসভার ১, ৪, ৫, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকা এবং ডাসার, গোপালপুর, আলীনগর ও শিকারমঙ্গল ইউনিয়ন। রাজৈর উপজেলার রাজৈর পৌরসভার ১, ২, ৩, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকা এবং বদরপাশা, আমগ্রাম, কবিরাজপুর ও হোসেনপুর ইউনিয়ন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর