মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

উপসর্গ নিয়ে আরও ৩৩ মৃত্যু

ঢাকা মেডিকেলে ১৪ বিভিন্ন জেলায় ১৯ কুমিল্লায় করোনার চেয়ে উপসর্গে মৃত্যু পাঁচগুণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহীতেই ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন। অন্যরা কুমিল্লা, মানিকগঞ্জ, সাতক্ষীরা,

মাদারীপুর ও বরিশালের বাসিন্দা। সব মিলে করোনা উপসর্গ নিয়ে গতকাল ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।ঢাকা মেডিকেলে ১৪ জনের মৃত্যু : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে রবিবার বিকাল থেকে সোমবার বিকাল পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন-  মো. মোরশেদ মিয়া (২৫), জান্নাত (১৯), মো. হাসানুজ্জামান (৭০), মোকসেদ আলী মোল্লা (৭০), আনোয়ারা (৬০), রাবেয়া (৭০), মো. রুবেল হোসেন (২৭), পরিতোষ (৪০), জমশেদ মোল্লা (৬০), দলিলউদ্দিন (৬৫), বাচ্চু মিয়া (৬৫), ইয়ারুন নেসা (৪৮), সুফিয়া বেগম (৪০) ও ফিরোজ মিয়া (৬০)। এর মধ্যে ৮ জনেরই বয়স ৬০ বছরের ওপরে। জেলায় জেলায় ১৯ মৃত্যু : আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী-

রাজশাহী : করোনার উপসর্গ নিয়ে গতকাল একদিনেই জেলায় চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজনই মারা গেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। একজন মারা গেছেন রাজশাহীর খ্রিস্টান মিশন হাসপাতালে। এর আগে রবিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে মারা যান আরও তিনজন। প্রত্যেকেই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া রবিবার সকাল ৯টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে আইজ উদ্দিন (৭২) নামে আরেক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে মারা যান। কুমিল্লা : করোনার উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কভিড-১৯ ইউনিটে ২৪ ঘণ্টায় এক নারীসহ ছয়জন মারা গেছেন। এর মধ্যে হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে পাঁচজন এবং অপর একজন আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এই পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে ৭০ জন এবং আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ : জেলার সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই নারীর মৃত্যু হয়েছে। গত রবিবার বেলা দুইটার দিকে হামিদা (৫১) ও মারতি সরকার (৩৫) করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। হামিদা বিকাল চারটায় এবং মারতি সরকার রাত এগারোটায় মারা যান। সাতক্ষীরা : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে  গোলাম রব্বানী নামে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জ¦র, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে আগেরদিন হাসপাতালে ভর্তি হন তিনি। মাদারীপুর : করোনার উপসর্গ নিয়ে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ও নিজ বাড়িতে আরও একজন মারা গেছেন। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রবিবার রাতে হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় মাদারীপুর শহরের পাকদী এলাকার মো. ইয়াহিয়া হাওলাদারের (৬২)। এ ছাড়া শহরের থানতলী এলাকার জুলফিকার ফকির (৬০) জ¦র, সর্দি ও শ্বাসকষ্টে কয়েকদিন ভোগার পর গতকাল সকালে নিজ বাড়িতে মারা যান। বরিশাল : করোনার উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) গতকাল দুপুরে এক রোগীর (৬৮) মৃত্যু হয়েছে। তফাজ্জেল হোসেন নামের ওই রোগীকে গতকাল সকাল সাড়ে ১০টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করেন স্বজনরা। এ নিয়ে গত ২৯ মার্চ থেকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭১ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ২৬ জনের করোনা পজিটিভ।

সর্বশেষ খবর