শিরোনাম
মঙ্গলবার, ২৩ জুন, ২০২০ ০০:০০ টা

করোনায় বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

করোনায় বাড়ল সোনার দাম

করোনাভাইরাস সংক্রমণের কারণে আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাংলাদেশের বাজারেও বৃদ্ধি পেয়েছে সোনার মূল্য। আজ ২৩ জুন থেকে সোনার নতুন দাম কার্যকর হবে। গতকাল  বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। এতে বলা হয়, কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে আন্তর্জাতিক বাজারে বর্তমানে সোনার মূল্য সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এর ফলে দেশীয় বুলিয়ন মার্কেটে  সোনার মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। গতকাল সন্ধ্যায় বাজুস-এর কার্যনির্বাহী কমিটি টেলিকনফারেন্সে এই সিদ্ধান্ত নেয়। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরি সোনার বর্তমান দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ৮৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হয়েছে ৬৬ হাজর ৬৯৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম  সোনার দাম ৫৭ হাজার ৯৫০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ৪৭ হাজার ৬৩১ টাকা। এর আগে ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল ৬৪ হাজার ১৩০ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল ৬১ হাজার ৭৯৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৫৬  হাজার ৭৮৪ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ছিল ৪৪ হাজার ১৬ টাকা। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর