বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

পুলিশের নির্যাতনে দুই কিডনি নষ্ট, প্রতিবেদন চায় হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

যশোরে পুলিশের নির্যাতনে ইমরান হোসেন (২৩) নামে এক কলেজছাত্রের দুটি কিডনি নষ্ট হওয়ার ঘটনায় তার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছে হাই কোর্ট। যশোরের সিভিল সার্জনকে এ সংক্রান্ত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তের সর্বশেষ অবস্থা জানিয়ে পুলিশ সুপারকে প্রতিবেদন দিতে বলেছে আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি জেবিএম হাসানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার মো. হুমায়ূন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন আরেক রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ কাওছার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস। পরে হুমায়ূন কবির পল্লব বলেন, আগামী ২৮ জুনের মধ্যে যশোরের সিভিল সার্জনকে           ভুক্তভোগীর সর্বশেষ শারীরিক অবস্থার তথ্যসহ একটি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনা তদন্তে পুলিশের গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটির কোনো রিপোর্ট দাখিল করা হয়ে থাকলে সেটাও ২৮ জুনের মধ্যে দাখিল করতে এসপিকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এর আগে গত ১৮ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ূন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওছার এ রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, গত ৮ জুন যশোর জেলার সদর উপজেলার শাহবাজপুর গ্রামের নেছার আলীর ছেলে ইমরান হোসেনকে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির পুলিশ অফিসার কর্তৃক নির্মম প্রহারের কারণে তার দুটি কিডনিই অকেজো হয়ে গেছে বলে পরদিন (৯ জুন) বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ইমরান বর্তমানে যশোরের কুইন্স হসপিটালে চিকিৎসাধীন বলে জানা যায়, যা অত্যন্ত ন্যক্কারজনক এবং ইমরানের মৌলিক অধিকারের লঙ্ঘন। রিট আবেদনে ইমরানের ওপর নির্মম প্রহারের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, ইমরানের জন্য ক্ষতিপূরণ এবং তার যাবতীয় চিকিৎসা ব্যয়ভার বিবাদীদের বহন করার নির্দেশনা চাওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর