বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা

বাগানের ঘাস খাওয়ায় গরুর দুই পায়ের রগ কেটে দেওয়া হলো

দিনাজপুর প্রতিনিধি

অন্যের লিচুর বাগানে ঘাস খাওয়ায় এবার একটি গরুর দু’পায়ের রগ কেটে দিয়েছে এমন অভিযোগ গরুর মালিক আব্দুল কুদ্দুসের। দুই পায়ের রগ কাটার ফলে গরুটি দাঁড়াতে পারছে না। গতকাল দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিলে সেখানে গরুটির চিকিৎসা দেওয়া হয় বলে জানান প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম। সোমবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের কামালপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, চেহেলগাজী ইউপির কামালপুর গ্রামের আব্দুল কুদ্দুস সোমবার সন্ধ্যায় গরুটি তার নিজ লিচু বাগানে বেঁধে দেয়। সন্ধ্যায় গরুটি রশি ছিড়ে পাশের বাগানে ঘাস খায়। এতে ক্ষিপ্ত হয়ে গরুর পেছনের দুটি পায়ের রগ কেটে দেয় কে বা কারা। গরুর মালিক আব্দুল কুদ্দুস বলেন, গরুর সঙ্গে এমন আচরণ? এই অবলা গরুর দুটি পায়ের রগ কেটে দিল? একজন ভালো মানুষ এভাবে কখনই করতে পারেন না। দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম বলেন, সোমবার রাতে গরুটিকে এখানে এনেছিল। কিন্তু তখন চিকিৎসা দেওয়ার মতো কেউ ছিল না। গতকাল সকাল ১১টায় আবার নিয়ে এলে ভেটেরিনারি সার্জন ডা. রেজওয়ানুর হক গরুটির ২টি পায়ে সেলাইসহ ৫দিনের চিকিৎসা দিয়েছেন। এ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর