বুধবার, ২৪ জুন, ২০২০ ০০:০০ টা
কৃষি

দেশজুড়ে খ্যাতি নওগাঁর পাতি

নওগাঁ প্রতিনিধি

দেশজুড়ে খ্যাতি নওগাঁর পাতি

নওগাঁর রাণীনগরে চলতি রবিশস্য মৌসুমে ধান, গম, সরিষা, ভুট্টা, বাদামসহ অন্যান্য শাক-সবজির পাশাপাশি দিন দিন চাষিরা পাতি চাষে মনোযোগ দিয়েছেন। অসময়ের বন্ধু হিসেবে খ্যাত অধিকাংশ কৃষকদের ঘরে এখন এই পাতি কাটা ও শুকানোর কাজ শুরু হয়েছে। বাজারমূল্য ভালো ও ব্যাপক চাহিদা থাকার কারণে পাতি চাষিরা বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন। প্রাকৃতিক দুর্যোগে তেমন কোনো ক্ষতি না হওয়ায় এবং স্বল্প পরিমাণ বালাইনাশক প্রয়োগে, সার্বিক উৎপাদন ব্যয় কম এবং লাভ বেশি হওয়ায় ইরি-বোরো ধান চাষের আগ্রহ কিছুটা কমিয়ে বনপাতি ও জলপাতি চাষে কৃষকরা মনোযোগ দিয়েছেন। এক সময় এই জনপদে পাতি চাষ তেমন না হলেও পাতি দিয়ে তৈরি পরিবেশবান্ধব মাদুরের প্রধান উপকরণ হিসেবে কদর বেশি থাকায় চলতি মৌসুমে অন্যান্য ফসলের সঙ্গে রেকর্ড পরিমাণ পাতি চাষ করেন এই উপজেলার কৃষকরা। এরই মধ্যে মাঠ পর্যায়ে ভালো ফলন হওয়ায় কৃষকরা কাটা শুকানো শুরু করায় ভালো দামে পাতি বিক্রিও হচ্ছে। জানা গেছে, মাঠ পর্যায়ে কৃষকরা নিজ নিজ জমিতে প্রথম পর্যায়ের কাটার কাজ প্রায় শেষ। এই ফসলটি একই জমিতে প্রায় তিন বার কাটা যায়। গ্রামীণ জনপদের কৃষকরা এই পাতি চৈত্র মাস থেকে বৈশাখ মাস অবদি কাটা শুকানোর কাজ চলতে থাকেন। মাদুর তৈরির উপযোগী করতে ভালো রোদ থাকলে প্রায় দুই দিন সময় লাগে তা শুকাতে। এরপর কিছু কৃষক সাংসারিক প্রয়োজনে বাজারজাত করলেও বেশি লাভের আশায় অধিকাংশ কৃষক গুদামজাত করে রাখেন। দাম বেশি হলে সুযোগ বুঝে তারা অবসর সময়ে পরিবারের সবাই মিলে মাদুর তৈরি করে বেশি দামে বাজারে বিক্রি করেন। এর সুবাদেই রাণীনগরের পাতির রয়েছে দেশজুড়ে খ্যাতি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর