বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

ফুলের বাহার সড়কে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ফুলের বাহার সড়কে

রাজশাহী মহানগরীর যেদিকে চোখ যায়, সেদিকেই ফুল। নগরীর রাস্তার মাঝখান দিয়ে চলে যাওয়া সড়কের পাশের গাছে এখন শোভা পাচ্ছে রঙিন ফুল। সড়ক বিভাজনেও বসেছে ফুলের পসরা। নগরীর রেলগেট থেকে সিঅ্যান্ডবি মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার সড়ক বিভাজনে শোভা পাচ্ছে ফুল আর সবুজে ছেয়ে যাওয়া নানা প্রজাতির গাছ। তবে ফুল গাছের সংখ্যাই বেশি। নগরীর সড়ক বিভাজন আর তার পাশে থাকা গাছগুলোতে যেন বসেছে রঙিন ফুলের পসরা। পুরো নগরী ভরে উঠেছে ফুলে ফুলে। এতে পথচারীদের মাঝে বাড়তি ভালোলাগা কাজ করছে। নগরীর সৌন্দর্যও বৃদ্ধি পেয়েছে। রঙিন, বেগুনি রঙের জারুলের মতো ফুলটির নাম মনোলোভা জ্যাকারান্ডা, হলুদ রঙের ফুলটির নাম আলমান্ডা। রঙিন নানা জাতের ফুল শোভা পাচ্ছে সড়কজুড়ে। প্রকৃতি যেন আপন হাতে সাজিয়েছে নিজেকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর