বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা
মানবতা হারাল করোনায়

সড়কের পাশে লাশ, কেউ এলো না আতঙ্কে

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সড়কের পাশে লাশ, কেউ এলো না আতঙ্কে

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজীপুর গ্রামের নাজিম উদ্দিন (৪৫)। কয়েক দিন থেকে ভুগছিলেন করোনা উপসর্গ জ¦র, কাশি আর শ্বাসকষ্টে। ১৭ জুন রাতে বাড়ি থেকে বের হন ওষুধ কিনতে। রাতে আর ফেরা হয়নি তার। পরদিন সকালে নাজিম উদ্দিনের লাশ জাফলং চা বাগানসংলগ্ন হাজীপুর সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়। নাজিম উদ্দিন করোনা রোগী ছিলেন এমন আতঙ্কে লাশের পাশে যায়নি কেউ। লাশ উদ্ধারে এগিয়ে আসেনি গ্রামের লোকজন। এমনকি পরিবারের কেউ। খবর পেয়ে পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনের নির্দেশে ঘটনাস্থলে ছুটে যায় গোয়াইনঘাট থানা পুলিশ। তারা লাশ উদ্ধার করে দাফনের জন্য গ্রামের লোকজনকে অনুরোধ করে। কিন্তু কেউই কাছে আসতে চায়নি। পরে পুলিশই দায়িত্ব নেয় দাফনের। গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল লাশের গোসল করায়, জানাজা পড়ায়। তারপর নিজেরা কবর খুঁড়ে দাফন করে। করোনার এ দুঃসময়ে গ্রামের লোকজন বা আত্মীয়স্বজন পাষাণ হয়ে গেলেও মানবিক কাজে এগিয়ে যাচ্ছে পুলিশ। কখনো খাদ্যসামগ্রী, কখনো চিকিৎসাসামগ্রী আবার কখনো করোনা রোগীর দাফন-কাফনের দায়িত্ব পালন করে সিলেটে প্রশংসিত হচ্ছে পুলিশ। গোয়াইনঘাট থানার ওসি আবদুল আহাদ বলেন, পুলিশ সুপারের নির্দেশে লাশটি উদ্ধার করে গোসল থেকে শুরু করে দাফন পর্যন্ত পুলিশ করেছে।

সর্বশেষ খবর