বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

মেঘনায় রোকনুরের ধাক্কায় বসুন্ধরার জাহাজের ক্ষতি

ভোলা প্রতিনিধি

ভোলায় মেঘনা নদীতে মাদার ভেসেল থেকে গম নিয়ে ঢাকায় যাওয়ার পথে পেছন থেকে রোকনুর-১৯ এর ধাক্কায় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েক কোটি টাকার পণ্যের ক্ষতি হয়েছে। গতকাল বিকালে মেঘনার রামগতি সেলিম বাজারের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজ এমভি এস এ বাসারের মাস্টার মো. ইউছুপ জানান, গভীর সমুদ্রের এমভি ই এল মাটাদর মাদার ভেসেল থেকে গম নিয়ে বসুন্ধরা গ্রুপের ভাড়া করা ইরা করপোরেশন শিপিংয়ের এমভি এস এ বাসার ঢাকায় যাচ্ছিল। রামগতির সেলিম বাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে অবৈধভাবে ওভারক্রসিং করতে গিয়ে এমভি এস এ বাসারকে সজোরে ধাক্কা দেয় রোকনুর-১৯। এতে এমভি এস এ বাসারের মাঝখানের হেজ ফুটো হয়ে গমের মধ্যে পানি ঢুকে পড়ে। এ সময় বসুন্ধরা গ্রুপের পণ্যবাহী জাহাজে থাকা ১ হাজার ৯৫০ মেট্রিক টন গম পানিতে ভিজে নষ্ট হয়। আশঙ্কা করা হচ্ছে, এমভি এসএ বাসারের মাঝ বরাবর ফুটো হওয়ায় জাহাজটির ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় ৫ কোটি টাকার পণ্য ও ৮ কোটি টাকার জাহাজ মিলিয়ে মোট ১৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বসুন্ধরা গ্রুপের পক্ষে দাবি করা হয়। এদিকে চট্টগ্রামের রোকনুর-১৯ এর মাস্টারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। এ প্রতিবেদন তৈরি পর্যন্ত এ ঘটনায় বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ক্ষতিপূরণের মামলা প্রক্রিয়াধীন ছিল।

সর্বশেষ খবর