বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

তিন বন্দুকযুদ্ধে তিনজন নিহত

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রাম, টেকনাফ ও জয়পুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গতকাল তিনজন নিহত হয়েছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা ছিল। আমাদের প্রতিনিধিদের পাঠানো বিবরণ-

চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী বারুণীঘাট এলাকায় গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হত্যা, হত্যাচেষ্টা ও ছিনতাইসহ সাত মামলার আসামি মো. রাসেল (২৭) নিহত হয়েছেন। গতকাল গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় পাহাড়তলী থানার চার পুলিশও আহত হন। নিহত মো. রাসেল নগরীর গ্রিনভিউ আবাসিক এলাকার তিন নম্বর সড়কের সামশুল হকের দত্তক নেওয়া সন্তান বলে জানা গেছে। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, ‘রাত দেড়টার দিকে রাসেলসহ সন্ত্রাসীদের একটি গ্রুপ বারুণীঘাট এলাকায় অবস্থান করছিল। খবর পেয়ে পুলিশ তাদের আটক করতে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয়পক্ষে প্রায় ২০ মিনিট গুলি বিনিময়ের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে রাসেলের মৃতদেহ ও অস্ত্রশস্ত্র উদ্ধার করে পুলিশ।’ তিনি আরও বলেন, ‘ছিনতাই, খুন, খুনের চেষ্টাসহ এমন কোনো অপরাধ নেই যা রাসেল করেনি। তার বিরুদ্ধে পাহাড়তলী ও ডবলমুরিং থানায় সাতটি মামলা আছে।’ টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক পাচারকারী নিহত এবং পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল ভোরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। নিহত ইমাম হোসেন (৩০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার সুলতান আহমদের ছেলে। ওসি বলেন, ভোর রাতে ইয়াবার বড় একটি চালান গাড়িযোগে পাচারের খবরে পুলিশের কক্সবাজার-টেকনাফ সড়কে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় পুলিশের একটি দল অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এ সময় কক্সবাজারমুখী একটি সিএনজি আসতে দেখে পুলিশের সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। তখন গাড়ি থেকে মাদক পাচারকারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চলায়। এক পর্যায়ে সিএনজি থেকে নেমে পাঁচজন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। উভয়পক্ষের গোলাগুলিতে একজন লোক আহত হয় এবং অন্যরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক ও তিনটি গুলি উদ্ধার হয়েছে। ওসি বলেন, নিহত ইমাম হোসেন সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্রের সদস্য। জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম মিন্টু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। র‌্যাবের দাবি, রবিউল মাদকের ১৯ মামলার আসামি। সে পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের মৃত আবদুল জলিলের পুত্র। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুর রশিদ জানান, দলবল নিয়ে মাদক কারবারের খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল গতকাল ভোরে পাঁচবিবির রতনপুর স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। টের পেয়ে মাদক কারবারীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শীর্ষ মাদক ব্যবসায়ী রবিউলকে আহত অবস্থায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনায় র‌্যাবের দুজন আহত হলে তারা প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি এবং ৫০২ বোতল ফেনসিডিলসহ ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

 

সর্বশেষ খবর