বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে ছাত্রদল কর্মী ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ হাজীপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে খুন হন ছাত্রদল কর্মী মীর সাদেক অভি (২৪)। গত মঙ্গলবার রাত ২টার দিকে চুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে আহত অবস্থায় অভি নিজে বাদী হয়ে তার ওপর হামলাকারীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুন সন্ধ্যায় অভিসহ কয়েকজন তরুণ এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর            বিরুদ্ধে সামাজিক কর্মসূচি পালন করেন। এ সময় মাদক ব্যবসায়ীরা অভির ওপর হামলা করে। পিঠে এবং তলপেটে ছুরিকাঘাত করলে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুটা সুস্থ হলে বাসায় নেওয়া হয়। গত সোমবার আবার অবস্থার অবনতি হলে তাকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার গভীর রাতে সেখানে তিনি মারা যান। নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বলেন, ‘১৮ জুন হাজীপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক কর্মসূচি পালনকালে হামলা করে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুটা সুস্থ হলে বাসায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু মঙ্গলবার দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গভীর রাতে তিনি মারা যান। ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ কুমার দাশ বলেন, ‘আহত হওয়ার পর অভি নিজেই একটি মামলা দায়ের করেছিলেন। এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সর্বশেষ খবর