বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০ ০০:০০ টা

৫০ বছর পর বীর বিক্রম খেতাব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী এবং ‘দুর্বার প্লাটুনের’ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক ৫০ বছর পর মুক্তিযুদ্ধের সম্মানসূচক খেতাব ‘বীরবিক্রম’-এ ভূষিত হয়েছেন। গত ৬ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মুক্তিযোদ্ধা আবদুল খালেকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চাপালে। আবদুল খালেক তার বীরত্বের জন্য খেতাব দাবি করেছিলেন। কিন্তু এতদিন সরকারিভাবে তাকে কোনো খেতাব দেওয়া হয়নি। সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবেই তিনি গেজেটভুক্ত হন। জানা গেছে, মুক্তিযোদ্ধা আবদুল খালেক ১৯৭৩ সালের প্রকাশিত সরকারি গেজেট দিয়ে খেতাবের জন্য ২০১৫ সালে আবেদন করেন। ওই আবেদনের শুনানি শেষে ৬ জুন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আবদুল খালেককে বীরবিক্রম খেতাব দিয়ে গেজেট প্রকাশ করে। গতকাল তা জানতে পারেন আবদুল খালেক। বীরবিক্রম খেতাব পাওয়ায় আবদুল খালেককে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিকালে তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানানোর সময় আসাদ বলেন, মহান মুক্তিযুদ্ধে রাজশাহী অঞ্চল থেকে এত বড় খেতাব পাওয়ায় রাজশাহীর মানুষ খুশি। এই খেতাব পাওয়ায় আমরা আনন্দিত এবং সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।

সর্বশেষ খবর