শিরোনাম
শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

উপসর্গ নিয়ে আরও ২০ মৃত্যু

ঢাকা মেডিকেলে ৭, বিভিন্ন জেলায় ১৩

নিজস্ব প্রতিবেদক

উপসর্গ নিয়ে আরও ২০ মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। দুজনের করোনা পজিটিভ। এ ছাড়া দেশের বিভিন্ন জেলায় সর্দি, কাশি, ডায়রিয়া, গলাব্যথা ও শ্বাসকষ্টের মতো করোনা উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংশ্লিষ্টদের বাড়িঘরও লকডাউন করেছে প্রশাসন। করোনা সন্দেহে পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। এদিকে করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত দেশে ১ হাজার ২৭১ জন মারা গেছেন বলে জানিয়েছে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও)।

ঢাকা মেডিকেলে নয়জনের মৃত্যু : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বুধবার বিকাল থেকে গতকাল বিকাল পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন করোনা পজিটিভ। তারা হলেন বুলু মিয়া (৫০) ও শাকিল (৪৫)। উপসর্গ নিয়ে মারা গেছেন আবুল কালাম আজাদ (৬২), কলিমুল্লাহ (৬৮), জাহানারা (৫৬), আবদুল মান্নান (৭৫), গৌরাঙ্গ চন্দ্র দাস (৬০), অহিদুর রহমান (৬৫) ও শামসুল ইসলাম (২৫)। জেলায় জেলায় ১৩ মৃত্যু : আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যানুযায়ী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত কভিড-১৯ হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। এ হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান গতকাল বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালসূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে গতকাল ভোরের মধ্যে এদের মৃত্যু হয়। এদের বয়স যথাক্রমে ৭৫, ৫৫, ৫৫, ৪৫, ৪৫ ও ৬২ বছর।

মেহেরপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। সুফল বিশ্বাস (৬০) নামের ওই ব্যক্তিকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথেই মৃত্যু হয়। করোনা উপসর্গ থাকায় মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হয়েছিল।

দিনাজপুরের খানসামা উপজেলায় সর্দি-জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে সখিনা বেগম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। করোনা সন্দেহে নমুনা দেওয়ার এক দিন পর বুধবার রাতে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নরসিংদীর ৮০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে নজরুল ইসলাম (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে সকালেই হাসপাতালে ভর্তি হন তিনি। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।

 গতকাল ভোররাতে করোনা উপসর্গ নিয়ে তাদের মৃত্যু হয়। একজন পটুয়াখালী সদরের গুলবাগ এলাকার বাসিন্দা ইদ্রিস হাওলাদার (৭৫), অন্যজন বরিশালের বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর গ্রামের বাসিন্দা মজিবর রহমান (৭০)। এ নিয়ে শেবাচিমের করোনা ওয়ার্ডে ৮০ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ৪১ জনের করোনা নেগেটিভ। নয়জনের রিপোর্ট পাওয়ার অপেক্ষায় কর্তৃপক্ষ। ঝালকাঠির নলছিটি উপজেলায় জ্বর-শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে একজনের মৃত্যু হয়েছে। তার নাম শাহজাহান হাওলাদার (৬৫)। এক সপ্তাহ ধরে তিনি এসব উপসর্গে ভুগছিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জ্বর-শ্বাসকষ্টে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (৫২)। গতকাল দুপুরে স্থানীয় চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এদিকে বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) জানিয়েছে, দেশে করোনা উপসর্গ নিয়ে গত সপ্তাহে মারা গেছেন ১৭৪ জন। এর আগের সপ্তাহে মারা যান ২০৬ জন। সব মিলে করোনা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত দেশে মারা গেছেন ১ হাজার ২৭১ জন। বিপিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি প্রকল্প।

সর্বশেষ খবর