শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

সাত জেলায় নতুন ডিসি, দুজনের জেলা বদল

নিজস্ব প্রতিবেদক

দুই জনকে বদলি ও সাত জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল এ সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ঢাকার ডিসিকে প্রত্যাহার করে সেখানে দেওয়া হয়েছে টাঙ্গাইলের ডিসি শহীদুল ইসলামকে। মেহেরপুরের ডিসি আতাউল গণিকে বদলি করা হয়েছে টাঙ্গাইলের ডিসি হিসেবে।

একই আদেশে সাত জেলায় নতুন ডিসি হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসানকে মৌলভীবাজার, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুর, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব তমিজুল ইসলাম খানকে যশোর, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খানকে নোয়াখালী, জননিরাপত্তা বিভাগের উপসচিব আবদুল জলিলকে রাজশাহী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জিয়াউল হককে বগুড়া এবং বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক ড. রহিমা খাতুনকে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর