শুক্রবার, ২৬ জুন, ২০২০ ০০:০০ টা

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক

পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার সোয়ারিঘাট এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টায় প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ড ঘটে। -বাংলাদেশ প্রতিদিন

পুরান ঢাকার চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। গতকাল সকালে সোয়ারীঘাট এলাকার দেবীদাস ঘাট লেনের একটি দোতলা টিনশেড ঘরে প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ঘরে প্লাস্টিকের দানার গুদাম ছিল। ফায়ার সার্ভিস বলছে, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই প্লাস্টিক কারখানার আশপাশে কয়েকটি ‘স’ মিল রয়েছে। আগুন বাড়লে সেখানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল, কিন্তু তা হয়নি। তবে আগুনের ভয়াবহতা ছিল অনেক। আশপাশের দোকানি ও লোকজনের মধ্যে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। আধাপাকা টিনশেড ওই প্লাস্টিক কারখানায় আগুনে মেশিন পুড়ে নষ্ট এবং প্লাস্টিকের কাঁচামাল পুড়ে ছাই হয়েছে। এদিকে, ফায়ার সার্ভিস ডিউটি অফিসার লিমা খানম জানান, গতকাল বেলা সোয়া ১১টার দিকে সেগুনবাগিচায় অবস্থিত বারডেম মহিলা ও শিশু হাসপাতালের (বারডেম জেনারেল হাসপাতাল-২) চার তলায় এসির পাশে জমে থাকা আবর্জনায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আধা ঘণ্টারও কম সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আগুন লাগার সময় বারডেম মহিলা ও শিশু হাসপাতালে রোগীর সংখ্যা খুব কম ছিল। তবে সেখানে উপস্থিত অনেকে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে সামনের রাস্তায় অবস্থান নেয়।

সর্বশেষ খবর